গাইবান্ধার গোবিন্দগঞ্জে বৈরাগীহাট ফাঁড়ি পুলিশের অভিযানে পেশাদার ১ ডাকাতকে আটক করেছে থানা পুলিশ।
পুলিশ জানায় গ্রেফতার কৃত ডাকাত আলাউদ্দিন (৪৮), পিতা- হায়দার, সাং- কৃষ্টপুর গ্রামতলা, থানা- কালাই, জয়পুরহাট দীর্ঘদিনের পলাতক পেশাদার দূর্ধর্ষ ডাকাত। বৈরাগীরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটার্জীর নেতৃত্বে একটি টিম ০২ ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানে গত শনিবার (১৪ আগষ্ট) দিবাগত মধ্য রাতে রাজাবিরাট হতে কামদিয়া গামী পাকা রাস্তার কামদিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে হতে তাকে গ্রেফতার করতে সক্ষম হন।
গ্রেফতার কৃত আলাউদ্দিনের বিরুদ্ধে
১। বগুড়া এর শিবগঞ্জ থানার মামলা নং-১২৯/০৯,
২। রংপুর এর কাউনিয়া থানার জি আর নং-১৯১/১৮,
৩। জয়পুরহাট এর কালাই থানার এফ আই আর নং-০৮/২০১৪
৪। বগুড়া এর কাহালু থানার মামলা নং ৪৭/২০১৪,
৫। কালাই থানার এফ আই আর নং-১০/২০১২,
৬। বগুড়া এর শিবগঞ্জ থানার জি আর নং-৩১৩/২০১১,
৭। জয়পুরহাট এর কালাই থানার এফ আই আর নং-৯/১৮, গুলি আদালতে বিচারাধীন আছে।
বিষয়টি নিশ্চিত করে বৈরাগীহাট ফাঁড়ি ইনচার্জ মিলন চ্যার্টাজী জানান, গোবিন্দগঞ্জে ট্রাকসহ ৭টি মহিষ ডাকাতির ঘটনায় আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে ২ দিনের রিমান্ড আবেদন মন্জুর হয়েছে।