মুজিব বর্ষে বিনামুল্যে বাড়ী পাচ্ছেন দিনাজপুরে ২ হাজার ৫১৫টি পরিবার । তবে আগামী ২০ জুন প্রধানন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করবেন।
তবে আজ সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষ্যে গনমাধ্যম কর্মীদের প্রেসব্রিফিংয়ে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি বলেন মুজিব বর্ষে প্রধানন্ত্রীর উপহার হিসেবে বিনামুল্যে গৃহহীন,ছিন্নমুল অসহায় মানুষদের মাঝে জমি ও গৃহ প্রদান করবেন । আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ জুন সকাল ১০টা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে গৃহহীন পরিবারের মাঝে গৃহ প্রদান উদ্ধোধন করবেন ।
তবে জেলা প্রশাসক বলেন দিনাজপুরে ১৩ উপজেলায় দ্বিতীয় পর্যায়ে ২ হাজার ৫১৫টি পরিবার ২ শতক জমিসহ গৃহ পাবেন। ইতিমধ্যে ১৩ উপজেলায সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে । আর এখানে উল্লেখ্য জেলায় প্রথম পর্যায়ে ৪ হাজার ৭৬৪টি পরিবার জমি এবং বাড়ী পেয়েছেন ।