ডায়াবেটিস আমাদের খুব পরিচিত একটি রোগ।এই ডায়াবেটিস দুই ধরনের হতে পারে-ডায়াবেটিস মেলাইটাস ও ডায়াবেটিস ইনসিপিডাস।আজ আমরা জানব ডায়াবেটিস ইনসিপিডাস নিয়ে।
এন্টিডাই ইউরেটিক নামক হরমোনের অভাবে বা বৃক্কের এন্টিডাই ইউরেটিক হরমোনের প্রতি সাড়াদানের ক্ষমতার অভাবে যখন অনেক পরিমাণে পাতলা মূত্র তৈরি হয় তখন সেটাকে বলা হয় ডায়াবেটিস ইনসিপিডাস।এতে মূত্রের পরিমাণ দিনে ১ লিটার এরও বেশি হতে পারে।
ডায়াবেটিস ইনসিপিডাস দুই ধরনের-
১.কেন্দ্রীয় ডায়াবেটিস ইনসিপিডাস
২. নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস
এই রোগের লক্ষ্মণ হলো পলিইউরিয়া বা বৃহৎ পরিমাণে মূত্র তৈরী হওয়া।কেন্দ্রীয় ডায়াবেটিস ইনসিপিডাস এর চিকিৎসা হিসাবে এন্টি ডাই ইউরেটিক হরমোন প্রদান করা হয়।আর নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস এর চিকিৎসা হিসাবে বৃক্কের রোগের চিকিৎসা করা হয়।
ডায়াবেটিস ইনসিপিডাসে মূত্রের পরিমাণ অনেক বেড়ে যায়।ফলে রোগী বারবার প্রস্রাব করে।সঠিক চিকিৎসা নিলে সুফল পাওয়া সম্ভব।
©দীপা সিকদার জ্যোতি