শ্যাম্পুর অ্যাডগুলোতে আমরা প্রায়ই একটি শব্দ শুনে থাকি,সেটি হলো scalp.
কিন্তু এই scalp আসলে কি?
সোজা বাংলায় বলতে গেলে scalp হলো আমাদের মাথার খুলির চামড়া।আমাদের খুলিটি নরম টিস্যুর যে আবরণে আবৃত থাকে সেটিই হলো scalp.এটি সামনে supraorbital margin থেকে পিছনে external occipital protuberance পর্যন্ত বিস্তৃত।এর দুইপাশে থাকে zygomatic arch.
আমাদের scalp এ পাঁচটি লেয়ার থাকে।সেগুলো হলো-
1.Skin
2.Connective tissue
3.Aponeurosis
4.Loose areolar tissue
5.Pericranium
★Skin
Skin দুইধরনের হতে পারে- মোটা স্কিন এবং পাতলা স্কিন।আর লেয়ারের হিসেবে স্কিনের লেয়ার দুইটি- এপিডার্মিস এবং ডার্মিস।
★Connective tissue
Scalp এর connective টিস্যুর চারপাশে থাকে অনেক রক্তনালী।এগুলো আবার আশেপাশের রক্তনালীর সাথে যুক্ত থাকে।তাই কোথাও সামান্য কেটে গেলেই এখানে প্রচুর রক্তক্ষরণ হয়।
★Aponeurosis
এখানে থাকে occipitofrontalis muscle এর frontal belly এবং occopital belly.এর frontal belly তে কোনো অস্থি যুক্ত না থাকলেও occipital belly তে যুক্ত থাকে।
★Loose areolar tissue
এই লেয়ারটিকে বিপদজনক লেয়ার বলা হয়।কারণ এখানে যে emissary vein থাকে যেখানে কোনো কপাটিকা থাকে না।ফলে শিরাটি extra cranial vein এবং intra cranial vein উভয়কে যুক্ত করে রাখে।এতে করে skull এর বাইরে কোনো ইনফেকশন হলে তা সহজেই ভেতরে ছড়িয়ে যেতে পারে।তাই এই লেয়ারটিকে বিপদজনক লেয়ার বলা হয়।
★Pericranium
এই লেয়ারে থাকে সূচারাল পর্দা।তাই এই লেয়ারে রক্তক্ষরণ হলে তা সূচারাল পর্দা থাকার কারণে সহজে অন্যপাশে যেতে পারেনা।অর্থাৎ, রক্তক্ষরণ ছড়াতে পারেনা।
©দীপা সিকদার জ্যোতি