আমাদের সকলের চাহিদা হলো সাফল্য।সবাই সাফল্য চাই।সাফল্য চাওয়া কোনো সমস্যা নয়।সমস্যা হলো আমরা অনেকেই একদিনেই সফলতা চাই।কিন্তু সফলতার বৈশিষ্ট্য হলো এটি একদিনে আসেনা।এর জন্য প্রয়োজন হয় চেষ্টা;দরকার পড়ে কঠোর অধ্যবসায়ের।
আমরা যখন মনেপ্রাণে কোনোকিছু চাই তখন তা পাওয়ার জন্য আমাদের চেষ্টা করার প্রয়োজন পড়ে।কারণ ভালো কিছু কখনোই নিজে থেকে আসেনা।নিজের চেষ্টায় তাকে অর্জন করতে হয়।তবেই সাফল্যকে জীবনে বন্দী করা যায়।কিন্তু সমস্যা হলো অনেকেই এই অধ্যবসায় এর বিষয়টি এড়িয়ে চলতে চায়।চেষ্টা বা পরিশ্রম করতে নারাজ থাকে।তারা মনে করে অমুকের যেহেতু সাফল্য এসেছে,আমিও শীঘ্রই সফলতা পাব।কিন্তু সেই অমুক ব্যক্তিটির সফলতার পিছনে কত পরিশ্রম আছে তা তার চোখে পড়েনা।নিজের চেষ্টার ব্যাপারেও থাকে উদাসীন।ফলে কিছুদিনের মধ্যে সফলতা না পেলে সে হতাশ হয়ে পড়ে।ভুলে যায় যে সফলতা একদিনে আসেনা।এই হতাশার সাগরে ডুবে সে আর কোনো ভালো কিছুর জন্য চেষ্টা করেনা।নিজেকে ব্যর্থ হিসেবে মেনে নেয়।
বলা হয়ে থাকে সফলতার কোনো শর্টকাট নেই।আসলেই তাই।জীবনে সফল হতে হলে অবশ্যই কঠোর চেষ্টার প্রয়োজন হয়।সেটা যে কোনো ক্ষেত্রেই প্রযোজ্য।কোনো কিছু অর্জন করতে হলে অবশ্যই তার জন্য চেষ্টা করতে হয়।পরিশ্রম করতে হয়।তবেই তা অর্জন করা সহজ হয়।নয়তো সারাদিন শুয়ে বসে থেকে সফলতার স্বপ্ন দেখলে কোনোদিনই সে সফলতা ধরা দেয়না।তাই পরিশেষে একটাই কথা- পরিশ্রম করতে শিখুন।সফলতা অবশ্যই আসবে।
©দীপা সিকদার জ্যোতি