আমাদের জীবনটা এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রের মত অত সহজ নয়।আবার নিউক্লিয়ার শিকল বিক্রিয়ার মত অতটা জটিলও নয়।তবে জীবনটা যেমনই হোক না কেন,আমরা প্রত্যেকেই জীবনের স্যুটকেসে সাফল্যকে চেইনবন্দী করতে চাই।আর সাফল্য নামের এই সুখপাখিকে ধরার জন্য কেউ চিতাবাঘের গতিতে দৌঁড় লাগায়,কেউ শামুকের গতিতে পা বাড়ায়।অনেকের গতি আবার প্রথমে চিতাবাঘের মত থাকলেও একসময় গিয়ে তা হারিয়ে যায়।আবার উল্টো ঘটনাও ঘটে অনেকের ক্ষেত্রে।কেউ কেউ আবার মাঝপথে দৌঁড় থামিয়ে দেয়।তারা ভুলেই যায় যে,
Loser quit when they become tired,
But winners quit when they win.
তবে এক্ষেত্রে প্রথম হওয়ার আশাটা অনেকক্ষেত্রে মানুষকে এতটাই হিংস্র করে তোলে যে,সে ভুলে যায় বন্ধুত্ব,আন্তরিকতা,পরোপকারিতা।জয়ের নেশায় মত্ত হয়ে,হয়ে ওঠে আত্মকেন্দ্রিক।এতে করে সে জীবনের দৌঁড়ে জয়ী হোক বা না হোক,স্বার্থপরতার মেডেলটি দিনশেষে তার গলাতেই ঠাঁই পায়।
তাই, তুমি প্রতিযোগীতায় যাও,কিন্তু প্রতিহিংসাপরায়ণ হয়ে যেয়ো না।নিজেকে বড় করার জন্য লড়াই করো,কিন্তু কাউকে ছোট করার যুদ্ধে নেমো না।নিজের জীবনটাকে উপভোগ করো,কিন্তু কারো শেষ সম্বলটুকু ভোগ করো না।
জীবনে দুঃখ-খুশি-কান্না-হাসি সবই আছে।যদি দুঃখ না থাকে তবে তা জীবন নয়- সার্কাস।আবার হাসি না থাকলেও তা জীবন নয়- জেলখানা।
মনে রেখো-
God has created you and you are in charge to make your life beautiful. Life is a gift from God to us. It’s your duty to make life meaningful, valuable and colorful.
তাই তোমার জীবনটাকে তুমি এমনভাবে সাজাও,জীবনের প্রতিটি ধাপে সাফল্যের তারাগুলোকে এমনভাবে যুক্ত করো যেন অন্যরা “তুমি” হওয়ার চেষ্টা করে।অন্যদের চোখে আদর্শ হয়ে ওঠো।নিজের উপর বিশ্বাস রেখে এগিয়ে যাও আপন শক্তিতে।
প্রবন্ধ- জীবন
কলমে- দীপা সিকদার জ্যোতি