মানুষের জিআইটি বা গ্যাস্ট্রো ইন্টেসটিনাল ট্রাক্টের সবচেয়ে স্ফীত অংশ হচ্ছে তার পাকস্থলী।আমরা যে খাদ্য গ্রহণ করি তা একপর্যায়ে পাকস্থলীতে যায়।সেখানে খাদ্যের নানারকম পরিবর্তন আসে।আমাদের পরিপাকক্রিয়া সহজ হয়।
শরীরে পাকস্থলীর অবস্থান নিম্নরূপ-
*এপিগ্যাস্ট্রিক
*বাম হাইপোকন্ড্রিয়াক
*আম্বিলিকাল
আমাদের গ্রহণ করা খাদ্য পাকস্থলীতে গিয়ে কিছু সময়ের জন্য জমা থাকে।এই পাকস্থলীর ধারণ ক্ষমতা হলো-
*সদ্যজাত শিশুতেঃ ৩০-৫০ মিলিলিটার
*প্রাপ্তবয়স্কেঃ ১০০০-১৫০০ মিলিলিটার
পাকস্থলীর উপরের অংশটিকে বলা হয় ফানডাস।এই অংশটি হার্টের দিকে থাকে।
এই ফানডাসে থাকে গ্যাস।তাকে বলে ফানডিক গ্যাস।এক্স রে তে এটি বোঝা যায়।তাই ফানডাসকে বোঝা যায় এক্স রে তে।এই ফানডিক গ্যাসের পরিমাণ ৫০ মিলিলিটার।
©দীপা সিকদার জ্যোতি