Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রংপুর ডেইলী
    • Home
    • Rangpur
    • International
    • Islamic
    • Life Style
    • Insurance
    • Health
    Facebook X (Twitter) Instagram
    রংপুর ডেইলী

    চলন্ত বাসে ধর্ষণচেষ্টা, বাসচালককে ঘুষি মেরে সড়কে লাফিয়ে রক্ষা পান তরুণী

    নিজস্ব প্রতিবেদকBy নিজস্ব প্রতিবেদকMay 26, 2022No Comments3 Mins Read
    ধর্ষণের চেষ্টা

    কাজ শেষে বাসায় ফিরছিলেন ১৯ বছর বয়সী এক পোশাকশ্রমিক। চট্টগ্রাম নগরের চান্দগাঁও সিঅ্যান্ডবি এলাকার পোশাক কারখানা থেকে অন্য সহকর্মীর সঙ্গে ফিরছিলেন তিনি। যাবেন আড়াই কিলোমিটার দূরে বহদ্দারহাট এলাকায়। রাত তখন ১০টা। এ পর্যন্ত সব ঠিকই ছিল।

    একে একে বাস থেকে সব যাত্রীকে নামানো হলেও শেষ যাত্রী ওই তরুণীকে নামানো হয়নি বহদ্দারহাটে। রাস্তায় তখন স্বাভাবিক নিয়মেই চলছে অন্য গাড়ি। হঠাৎ চালক আনোয়ার হোসেন ওরফে টিপু চালকের আসন থেকে নেমে আসেন। সেখানে গিয়ে বসেন তাঁর সহকারী জনি দাস। আর গাড়িটি নিয়ে যাওয়া হচ্ছিল শাহ আমানত সংযোগ সড়কের দিকে। একপর্যায়ে ওই তরুণীকে ধর্ষণের চেষ্টা করেন চালক। ধস্তাধস্তির একপর্যায়ে তরুণী চালককে ঘুষি মেরে লাফ দিয়ে গাড়ি থেকে পড়ে যান। ১৯ মে নগরের বাকলিয়া রাহাত্তারপুল এলাকায় এ ঘটনা ঘটলেও তা সবার অজানা ছিল।

     

    গাড়ি থেকে লাফ দিয়ে নামতে গিয়ে আহত হন ওই তরুণী। ছিলেন হাসপাতালে চিকিৎসাধীন। জ্ঞান ফেরার পর জানালেন বিস্তারিত পুলিশকে। পরে পুলিশ ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজে ওই তরুণীর লাফ দেওয়ার সত্যতা পায়। গতকাল বুধবার রাতে হাটহাজারীর কুয়াইশ এলাকা থেকে সংশ্লিষ্ট গাড়িচালক ও সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    ঘটনার শিকার তরুণী আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘গাড়িটি বহদ্দারহাট না থামিয়ে যখন বাকলিয়ার দিকে চালক নিয়ে যাচ্ছিল, থামাতে বললেও শোনেনি। উল্টো চালক এসে আমাকে গাড়ির পেছনের সিটে নিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে শ্লীলতাহানির চেষ্টা করে। এভাবে চালকের সঙ্গে ধস্তাধস্তি চলছিল।’

    তরুণী আরও বলেন, ‘প্রথমে ভয় পেয়েছিলাম। পরে সাহস আসে মনে। সে (চালক) বারবার গাড়ির পেছনের সিটে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমি বাধা দিই। আমি হার মানতে রাজি নই। একপর্যায়ে গাড়িটি বাকলিয়া রাহাত্তারপুল এলাকায় এলে আশপাশে গাড়ি থাকায় কিছুটা কম গতিতে চলছিল বাসটি। এ সুযোগে বাস থেকে লাফ দিই। লাফ দেওয়ার আগে চালক ধরে রাখার চেষ্টা করে। তাকে বুকে, মুখে ঘুষি মারি।’

    কীভাবে নিজের মধ্যে ওই সময় সাহস এসেছিল, প্রশ্নের জবাবে তরুণী প্রথম আলোকে বলেন, ‘বিভিন্ন সিনেমায় দেখেছি। কেউ ধর্ষণের কবলে পড়লে নিজের চেষ্টায়, কখনো অন্যের সাহায্যে রক্ষা পায়। আমাকে যেহেতু বাসের ভেতর সাহায্য করার কেউ ছিল না, তাই নিজেকে নিজে সাহস করে এগিয়ে নিয়েছি।’

    ভ্রাম্যমাণ চা-দোকানদার বাবার দুই মেয়ের মধ্যে বড় ওই তরুণী। তাঁর ছোট বোন পড়াশোনা করে। মা–ও তাঁর সঙ্গে একই কারখানায় চাকরি করেন।

    মেয়েকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়ায় খুশি মা। আজ প্রথম আলোকে তিনি বলেন, ‘আমার মেয়ে সাহস করে বাস থেকে লাফ দিয়ে ইজ্জত রক্ষা করেছে। আর কোনো মেয়েকে যাতে এই ধরনের পরিস্থিতির শিকার হতে না হয়। দোষীদের শাস্তি যাতে হয়।’

    নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা প্রথম আলোকে বলেন, ‘তরুণী সাহস করে চালককে ঘুষি মেরে লাফ দেন। চালক ও সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে চালকের সহকারী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। চালককে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানানো হয়েছে। রোববার শুনানি হতে পারে। ঘটনায় ব্যবহৃত বাসটিও জব্দ করেছে পুলিশ।’

    চলন্ত বাসে ধর্ষণচেষ্টার ঘটনায় গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। অসহায় নারীদের বিনা মূল্যে আইনি সহায়তা দেওয়া চট্টগ্রামের মানবাধিকারকর্মী তুতুল বাহার প্রথম আলোকে বলেন, ‘পৈশাচিক এসব ঘটনায় জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি গাড়িতে চালক ও সহকারী নিয়োগের ক্ষেত্রে মালিকপক্ষকে আরও সচেতন হতে হবে।’

    তুতুল বাহার আরও বলেন, ‘নারীরা রাস্তায় এ ধরনের ঘটনার শিকার হলে দেশের অগ্রযাত্রা ব্যাহত হবে। হাজারো কর্মজীবী নারী রাতে বাসায় ফেরেন। রাস্তায়, যানবাহনে তাঁরা যাতে নিরাপদ বোধ করেন, সে পরিবেশ সৃষ্টিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সতর্ক হয়ে কাজ করতে হবে।’

    নিজস্ব প্রতিবেদক
    • Website

    নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে সরাসরি তথ্য সংগ্রহ করে পাঠকের কাছে সঠিক ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেয়। তারা ঘটনার প্রকৃত তথ্য ও বিশ্লেষণ তুলে ধরে যাতে পাঠক বিস্তৃত ও স্বচ্ছ ধারণা পেতে পারেন। নিজস্ব প্রতিবেদকদের লক্ষ্য হলো দ্রুত এবং নিখুঁত প্রতিবেদনের মাধ্যমে সমাজে তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা।

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক
    • সুস্থ যৌনজীবনের জন্য জরুরি ১০টি পরামর্শ
    • গর্ভাবস্থায় মা ও শিশুর যত্নের সম্পূর্ণ গাইড
    • ব্যায়ামের মাধ্যমে শরীর ও মনকে সুস্থ রাখার কৌশল
    • ডিপ্রেশন মোকাবিলায় প্রাকৃতিক সমাধান
    • ওজন কমানোর জন্য স্বাস্থ্যকর খাবারের তালিকা
    • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করার উপায়
    • শীতকালে সুস্থ থাকার ৭টি টিপস
    • গরমে সুস্থ থাকার জন্য করণীয় ও বর্জনীয়
    • শরীরের জন্য পর্যাপ্ত ঘুমের গুরুত্ব
    • মানসিক চাপ কমিয়ে সুস্থ থাকার কৌশল
    • শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপায়
    • চোখের সুস্থতা বজায় রাখার ঘরোয়া টিপস
    • হার্টের যত্নে কোন খাবার বেশি খাবেন
    • উচ্চ রক্তচাপ কমানোর প্রাকৃতিক পদ্ধতি
    • ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার সহজ উপায়
    • প্রেমে একে অপরকে সময় দেওয়ার গুরুত্ব
    • দীর্ঘদিনের সম্পর্ককে নতুন করে সাজানোর কৌশল
    • প্রেমে আস্থা নষ্ট হলে কীভাবে ফিরিয়ে আনবেন
    • সোশ্যাল মিডিয়ায় রিলেশনশিপ পরিচালনার টিপস
    • প্রেমিক-প্রেমিকার মধ্যে রাগ কমানোর ৫টি পদ্ধতি
    Facebook X (Twitter) Instagram Pinterest

    Type above and press Enter to search. Press Esc to cancel.