আমাদের শরীর থেকে যে মূত্র নিষ্কাশিত হয় তা প্রথমে ফিলট্রেট রূপে থাকে।আর আমাদের বৃক্কের নেফ্রন প্রতি মিনিটে যে পরিমাণ ফিলট্রেট তৈরী করে তাকে বলে গ্লোমেরুলার ফিলট্রেশন রেট।এর মান ১২৫ মিলি/মিনিট বা ১৮০ লিটার/দিন।
এটি মূলত পুরুষের ক্ষেত্রে মান।আর মহিলাদের ক্ষেত্রে এটি ১০% কম হতে পারে।
গ্লোমেরুলার ফিলট্রেশন রেট কম হবে না বেশি হবে তা কিছু ফ্যাক্টরের উপর নির্ভর করে।যেমনঃ
১.গ্লোমেরুলার মেমব্রেনে মোট ফিলট্রেশন প্রেশার।
২.গ্লোমেরুলার মেমব্রেন এর ভেদন সহগ।
৩.সিমপ্যাথেটিক নার্ভাস সিস্টেম।
৪.রেনাল ভেসোকনস্ট্রিক্টর
৫.রেনাল ভেসোডায়ালেটর
রেনাল ভেসোকনস্ট্রিক্টর জিএফআর কমিয়ে দেয়।
রেনাল ভেসোডায়ালেটর জিএফআর বাড়িয়ে দেয়।
এই গ্লোমেরুলার ফিলট্রেট পরে বিভিন্ন পরিবর্তন এর মধ্যে দিয়ে যায়।সবশেষে তা মূত্রে পরিণত হয়।
©দীপা সিকদার জ্যোতি