গাজায় ক্ষতিগ্রস্তদের সহায়তার লক্ষ্যে আরব রাষ্ট্র ফিলিস্তিনকে ৫০ হাজার মার্কিন ডলার সহায়তা দেওয়া হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে। বাংলাদেশী টাকায় যা হয় প্রায় চার কোটি চব্বিশ লাখ। গত বুধবার (২৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গতকাল বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে এ তথ্য জানান।
বাংলাদেশ থেকে ইতোমধ্যে যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনকে ওষুধসামগ্রী উপহার দেয়া হয়। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক অনুষ্ঠানে এই সামগ্রী দেয়া হয়। অনুষ্ঠানে ফিলিস্তিনকে ৪০ লাখ টাকা মূল্যের ওষুধসামগ্রী উপহার দেওয়া হয়।
পদ্মায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, বিকন ফার্মাসিউটিক্যালসের এমডি এবাদুল করিম এমপি।
বাংলাদেশ থেকে বিপুল পরিমাণে অর্থ সহায়তা ফিলিস্তিনের মানুষ পাচ্ছে। বাংলাদেশ সরকার গাজার দুটি ব্যাংক হিসাব করতে সহায়তা করেছে। এ ছাড়া মোবাইল ব্যাংকিংয়েও টাকা যাচ্ছে। এদেশের জনগণ সব সময় ফিলিস্তিনের জনগণের পক্ষে আছে। মানুষ বিশ্বাস করে যে, একদিন স্বাধীন, সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে।
ইসরায়েলকে বাংলাদেশের জনগণ কখনো স্বীকৃতি দেয়নি এবং দেওয়ার কোনো ইচ্ছাও নেই। এমনকি কয়েক মাস আগে পাসপোর্ট থেকে ‘ইসরায়েল বাদে’ এই শব্দ দুটি বাদ দেওয়া হয়েছে প্রশাসনিক কারণে এবং এর সঙ্গে দেশের পররাষ্ট্রনীতির কোনো সম্পর্ক নেই।