বৈশাখ মাস আসার আগে গাইবান্ধায় কালবৈশাখীর ঝড়ের কারণে ৪ জন মারা গিয়েছিলেন। রবিবার (৪ এপ্রিল) বিকেলে জেলা জুড়ে বয়ে যাওয়া ঝড়ের জেরে ঘরবাড়ি ও গাছগুলি ভেঙে পড়লে তাদের হত্যা করা হয়।
নিহতরা হলেন- সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের কিসমত হালদিয়া গ্রামের ছোলাইমান মিয়ার স্ত্রী মইনা বেগম (৬০), পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের মোস্তফুর গ্রামের বাসিন্দা (৪২), ইউনুস আলীর স্ত্রী জাহানারা বেগম (৫০) ডাকিরপাড়া গ্রামের স্ত্রী ময়না বেগম (৬০) এবং ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের গফলামারি গ্রামের বিটুল মিয়ার স্ত্রী শিমুলি বেগম (২৫)।
ঝড়ের ফলে ক্ষতিগ্রস্থ গাছগুলি সরিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তারা তাৎক্ষণিকভাবে বলতে পারেনি।
এ বিষয়ে জেলা প্রশাসক আবদুল মতিন বলেন, হঠাৎ বাতাসের ঝাপটায় বিভিন্ন জায়গায় ঘরবাড়ি ও গাছগুলি ভেঙে পড়েছে। ধান সহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। এ ছাড়া সুন্দরগঞ্জ ও পলাশবাড়ী উপজেলায় একটি বাতাসে একটি গাছ পড়ে গিয়ে দুই মহিলা ও দুই পুরুষ মারা যান। নিহতের প্রতিটি পরিবারকে 10,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।