আজ শনিবার ভোরে রাজধানীতে মোহাম্মদপুর নবদ্বয় হাউজিং সোসাইটির এক বাসায় আগুনে এক শিশুসহ একই পরিবারের তিন সদস্য দগ্ধ হয়েছেন। আহতরা হলেন, মোঃ সোহেল (৩৫), তাঁর স্ত্রী লাবনী আক্তার (৩০) এবং তাদের ছেলে মুরসালিন (২)। গভীর রাতে আনুমানিক তিনটার দিকে তাদের টিনশেড বাড়ির ভিতরে আগুন লাগে। এসময় পরিবারের সবাই গভীর ঘুমে ছিলেন।
আগুনে দগ্ধ সবাই বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে। আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পল তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন। ডাক্তার জানান সোহেলের শরীরে ৭৫% , তার স্ত্রীর শরীর ৩০% এবং শিশুটির সবচেয়ে বেশি ৮০% দগ্ধ হয়েছে।
আগুন লাগা সম্পর্কে পাশের ভাড়াটে ভাড়াটিয়া কবির হোসেন জানান, পরিবারের চিৎকার শুনে তিনি ছুটে এসেছিলেন সোহেলেদের বাড়িতে। এবং তিনিই তাদের উদ্ধার করে সকালে হাসপাতালে নিয়ে যান। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে কবির হোসেন অনুমান করেন।