আক্রান্ত রোগীটি হলেন জাপানের একজন নারী।করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার কারণে তার শরীরের ফুসফুস দুটি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়।এতে তার বেচেঁ থাকার সম্ভাবনা খুবই কম ছিল।তবে তার স্বামী এবং ছেলের ফুসফুসের কিছু অংশ চিকিৎসকেরা সফলভাবে প্রতিস্থাপন করতে সক্ষম হন।
ফুসফুস প্রতিস্থাপনের এ ঘটনা নতুন নয় তবে ব্যাতিক্রম নয়।এর আগেও অনেকবার সফলভাবে ফুসফুস প্রতিস্থাপন করা হয়েছে।তবে, এই প্রথমবার বিশ্বে জীবিত ডোনারের কাছ থেকে ফুসফুসের টিস্যু নিয়ে সেটি রোগীর শরীরে সফলভাবে প্রতিস্থাপন করা সম্ভব হয়েছে।
কিয়োটো ইউনির্ভাসিটি হসপিটাল হতে প্রদত্ত এক বিবৃতিতে জানা যায়, জাপানের ওই নারীর অস্ত্রোপচার টি সফলভাবে সম্পন্ন করতে সময় লেগেছে১১ ঘণ্টা।এখন তিনি ভাল আছেন। ফুসফুসের অংশ দানকারী ওই নারীর স্বামী এবং ছেলেও এখন সুস্থ্য আছেন। কোনো জটিলতা এখন পর্যন্ত তাদের মধ্যে দেখা যায়নি।