দিনাজপুর : সরকারি নিষেধাজ্ঞার পরেও কোচিং সেন্টারটি উন্মুক্ত রাখার জন্য ভ্রাম্যমাণ আদালত দিনাজপুরের অনুশীলন কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।
শনিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরীর সুহাহারী এলাকায় “বিশ্ববিদ্যালয় ভর্তি বেসরকারী প্রোগ্রাম” শীর্ষক কোচিং সেন্টার “অনুশীলন” এর পাঠকক্ষে একটি অভিযান পরিচালনা করেন। এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থীদের কোচিং চলছিল শ্রেণিকক্ষে।
প্রচারের সময় অনুশীলনের পরিচালক মো। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার এসএইচএম মগফুরুল হাসান আব্বাসী খাদেমুল ইসলামের কাছ থেকে পেনাল কোড ১৮০ এর ২ 27৯ ধারায় জরিমানা আদায় করেন। এ সময় তিনি কোচিং সেন্টারটি বন্ধ করে দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার এসএইচএম মগফুরুল হাসান আব্বাসি বলেন, কিছু কোচিং সেন্টার করোনায় সরকারী নিষেধাজ্ঞার পরেও গোপনে শিক্ষার্থীদের শিক্ষিত করে আসছিল। এর অংশ হিসাবে গোপন তথ্যের ভিত্তিতে কোচিং সেন্টারে অভিযান চালানো হয়।