যে ২৪ ঘন্টায় দিনাজপুর জেলায় মোট ২২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে বিকাল ৪টায় সিভিল সার্জন মোঃ আব্দুল কুদ্দুছ এই কথা জানান । তবে এর মধ্যে সদর উপজেলায় ১১ জন, হাকিমপুরে ০৫ জন ও পার্বতীপুর উপজেলায় ০৬ জন করোনা (কোভিড-১৯) পজিটিভ হয়েছে।
তবে দিনাজপুর জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫৮২৮ জন এর মধ্যে (দিনাজপুর সদর-৩২৬৪ জন, বিরল-৩৪০ জন, বিরামপুর-৩৩৫ জন, বীরগঞ্জ-১৭০ জন, বোঁচাগঞ্জ-১৫৮ জন, চিরিরবন্দর-২৩৯ জন, ফুলবাড়ী-২০০ জন, ঘোড়াঘাট-৯৩ জন, হাকিমপুর-১০৭ জন, কাহারোল-১৭২ জন, খানাসামা- ১২৪ জন, নবাবগঞ্জ-১৫৬ জন ও পার্বতীপুর-৪৭০ জন) মোট ১৩টি উপজেলায়।
১৩ জন রোগী সুস্থ হয়েছে আরও গত ২৪ ঘন্টায় করোনা (কোভিড-১৯) আক্রান্ত । আর অদ্যাবধি দিনাজপুর জেলায় মোট সুস্থ রোগীর সংখ্যা ৫৪৬৭ জন। তবে অদ্যাবধি দিনাজপুরে (কোভিড-১৯) আক্রান্ত মোট মৃত্যুর সংখ্যা ১২৮ জন। তবে বর্তমানে ২০০ জন হোম আইসোলেশনে এবং হাসপাতালে ভর্তি ৩৩ জন রয়েছে। আর গত ২৪ ঘন্টায় দিনাজপুর থেকে প্রেরিত নমুনা সংগ্রহ ১৭৩টি।
তবে গত ২৪ ঘন্টায় দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের পিসি আর টি ল্যাবের নমুনা পরীক্ষায় ২৪৬টি রিপোর্টের মধ্যে ২২টি রিপোর্ট করোনা (কোভিড-১৯) পজিটিভ আর বাকী ২২৪টি রিপোর্ট নেগেটিভ হয়েছে এবং অদ্যাবধি ল্যাবটেরিতে প্রেরিত নমুনার সংখ্যা ৪৩৪৩০টি আর অদ্যাবধি মোট নমুনার ফলাফল হয়েছে ৪০৬৩৩টি ।
আর ২৪ ঘন্টায় কোয়ারেনটাইম এর সংখ্যা ৬৯ জন। মোট কোয়ারেন্টাইন গ্রহন করেছে ৩৩৭৭৭ জন। তবে ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইন হতে ছাড়পত্র ৪৯ জন, মোট কোয়ারেন্টাইন হতে ছাড়পত্র ৩৩৫২৫ জন। আর বর্তমানে দিনাজপুর জেলায় মোট করোনা পজিটিভ রোগীর সংখ্যা ২৩৩ জন এবং শনাক্তের হার ৮.৯৪%।