গত ২৫ শে মে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী রূপে ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গের সরকার।ভারতের পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যে এটি মহামারী রূপে দেখা দিয়েছে।ব্লাক ফাঙ্গাস এক ধরনের ছত্রাক।যে সকল ব্যক্তি কিছুদিন পূর্বেই করোনা থেকে সুস্থ হয়েছেন তাদের এটি আক্রান্ত করছে বলে জানান চিকিৎসকেরা।করোনা থেকে যে সকল রোগী ইতোপূর্বে সুস্থ হয়েছে তাদের রোগপ্রতিরোধ ক্ষমতা কম থাকে।তখনই এই ছত্রাক বাসা বাঁধে উক্ত শরীরে।এছাড়া যে সকল রোগীর চিকিৎসা স্টেরওয়েড দিয়ে করা হয়েছে তারাই বেশি আক্রান্ত হচ্ছে এই ছত্রাক দ্বারা।
ভারতের দিল্লিতে এটি মহামারীরুপে ছড়িয়েছে।ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়,দিল্লিতে ব্লাক ফাঙ্গাস এ আক্রান্তের সংখ্যা ৭৭৩ জন।এর আগে বৃহস্পতিবার একদিনেই আক্রান্তের সংখ্যা ১৫৩।এই শনাক্তের পরপরই ২৭মে দিল্লিতে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি রোগ হিসেবে ঘোষণা করেন দিল্লির উপ–রাজ্যপাল অনিল বাইজাল।পরিস্থিতির ভয়াবহতাকে গুরুত্বের সঙ্গে নিয়ে দিল্লির উপ-রাজ্যপাল অনিল বাইজাল ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি তিনি মহামারি রোগ আইন–১৮৯৭ এর আওতায় কিছু বিধিনিষেধ ও জারি করেন।