আমরা সবাই মেরুদন্ড চিনি।আর এই মেরুদন্ড হলো অনেকগুলো কশেরুকার সমন্বয়।অবস্থানভেদে আমাদের কশেরুকার নাম ভিন্ন ভিন্ন।যেমন: গ্রীবাদেশীয় কশেরুকা, বক্ষদেশীয় কশেরুকা, উদরদেশীয় কশেরুকা ইত্যাদি।গ্রীবাদেশে ৭টি কশেরুকা রয়েছে।এর মধ্যে প্রথমটির নাম হলো এটলাস।আজ আমরা এই এটলাস সম্পর্কে জানব।
গ্রীক মাইথোলজিকাল দৈত্য ‘এটলাস’ এর নামানুসারে প্রথম গ্রীবাদেশীয় কশেরুকার নাম এটলাস।এটি একটি অস্বাভাবিক গ্রীবাদেশীয় কশেরুকা।কারণ-
*অন্যান্য গ্রীবাদেশীয় কশেরুকার মত এতে দেহ নেই, স্পাইনাস প্রসেস নেই।
*দেখতে রিং আকৃতির।
এতে দুইটি বাঁক আছে।একটি সামনের বাঁক, আরেকটি পেছনের বাঁক।
সামনের বাঁকে রয়েছে-
*দুইটি সার্ফেস: সামনের ও পেছনের।
*দুইটি বর্ডার: উপরের ও নিচের।
সামনের সার্ফেসে থাকে সামনের টিউবার্কল।
এই টিউবার্কলে যুক্ত হয় anterior longitudinal ligament.
দুইপাশে যুক্ত হয় longus colli muscle.
উপরের বর্ডারে যুক্ত হয় anterior atlanto occipital membrane.
নিচের বর্ডারে যুক্ত হয় anterior longitudinal ligament.
পেছনের বাঁকেও থাকে দুইটি সার্ফেস এবং দুইটি বর্ডার।
এই পেছনের টিউবার্কলে যুক্ত হয়-
*ligamentum nuchae
*rectus capitis posterior minor
উপরের বর্ডারে যুক্ত হয় posterior atlanto occipital membrane.
নিচের বর্ডারে লাগে ligamentum flava.
এটলাসের দুইদিকে দুইটি transverse process থাকে।
এর শীর্ষে যুক্ত হয়:
*levator scapulae
*splenius cervicis
*scalenus medius
এর উপরের সার্ফেসে যুক্ত হয়:
*rectus capitis lateralis
*superior oblique
*inferior oblique
আর transverse process এর পাশে থাকে:
*ventral rami of the first cervical spinal nerve
*internal jugular vein
*accessory nerve
*occipital artery
©দীপা সিকদার জ্যোতি