গ্রোথ হরমোনের অতিরিক্ত নিঃসরণের ফলে হওয়া একটি রোগ হলো এক্রোমেগালি।পিটুইটারি গ্রন্থিতে যখন এসিডোফিলিক টিউমার হয় তখন এই রোগটি হয়ে থাকে।
এক্রোমেগালি হলে রোগীর মধ্যে অন্যরকম কিছু বৈশিষ্ট্য দেখা যায়।
কঙ্কালতন্ত্রের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে-
*হাত এবং পায় অতিরিক্ত বাড়ে।
*নিচের চোয়াল অতিরিক্ত নিচে নেমে আসে।
*কপাল,মাথার অতিরিক্ত বৃদ্ধি ঘটে।
*কাইফোসিস হয়।
টিস্যুতে যে পরিবর্তন আসে-
*ত্বক মোটা হয়।
*ঠোঁট,নাক,জিহ্বা বড় হয়।
*যকৃত,বৃক্ক,হৃদপিণ্ড,থাইরয়েড গ্রন্থি এবং অন্যান্য অঙ্গের অতিরিক্ত বৃদ্ধি হয়।
বিপাকীয় পরিবর্তন-
*গ্লুকোজ ইনটলারেন্স
*ডায়াবেটিস মেলাইটাস
*হাইপারটেনশন
*ডিসলিপিডেমিয়া
এ রোগে যে টেস্ট করতে হয়-
*গ্রোথ হরমোন পরিমাপ
*গ্রোথ হরমোন সাপ্রেশন টেস্ট
*পিটুইটারি গ্রন্থির এমআরআই
©দীপা সিকদার জ্যোতি