চট্টগ্রাম নগরে একসঙ্গে পোশাকশ্রমিক দুই বোনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন রাহিমা আক্তার (২৪) ও ফজিলা আক্তার (১৬)। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁদের মৃত্যু হয়।
দুই বোনের গ্রামের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়ায়। নগরের ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় একটি বাসায় তাঁরা ভাড়া থাকতেন। পাশাপাশি ওই এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন তাঁরা।
নিহত দুই বোনের বড় বোন নাজমা আক্তার বলেন, গতকাল বুধবার রাতে ছারপোকার ওষুধ ছিটিয়ে দুই বোন ঘুমাতে যান। ঘণ্টা দুয়েক পর তাঁদের শ্বাসকষ্ট শুরু হয়। পরে এক আত্মীয় এসে তাঁদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকদের পরামর্শে বৃহস্পতিবার দুপুরে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে দুই বোনের মৃত্যু হয়।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম বলেন, অসুস্থ হওয়া দুই বোন তাঁদের স্বজনদের জানিয়েছেন, ছারপোকার ওষুধ ছিটিয়ে ঘুমানোর পর তাঁরা অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি আরও স্পষ্ট হবে।