একই কৌতুক কতবার শুনে আপনি হাসেন?দুইবার?তিনবার?সর্বোচ্চ চারবার?
তাহলে একই দুঃখের কথা অগণিতবার মনে করে কষ্ট পান কেন?
আমরা বোধহয় খুশির চেয়ে দুঃখকেই বেশি প্রাধান্য দেই,তাই না?আর সেজন্যই একই দুঃখের কথা বারবার মনে করে কষ্ট পাই।আমাদের চোখ ভিজে ওঠে।অথচ একই সুখের স্মৃতি বারবার মনে করে আমরা সুখে ভাসি না।মানুষের খারাপ অভ্যাসগুলোর মধ্যে এটি বোধহয় সবচেয়ে নিকৃষ্ট।আমাদের জীবনে অনেক ধরনের ঘটনাই ঘটে থাকে।ভালো ঘটনা যেমন আছে,খারাপ ঘটনাও তেমন আছে।ভালো কিছু ঘটলে আমরা খুশি হই,আনন্দ পাই।আবার খারাপ কিছু ঘটলে কষ্ট পাই।এটি স্বাভাবিক।কিন্তু জিনিসটা অস্বাভাবিক তখনই হয় যখন আমরা আনন্দগুলোর চেয়ে দুঃখগুলোকে বেশি প্রাধান্য দেই।একই কষ্টের কথা বারবার মনে করে কষ্ট পাই।
কিন্তু বারবার একই কষ্টের কথা মনে করা কখনোই আমাদেরকে সুখ দিতে পারেনা।আমাদেরকে হাসাতে পারেনা।কিন্তু আমরা যদি আমাদের সুখের স্মৃতিগুলো মনে করি তাহলে দেখতে পাব আমাদের ভালোভাবে বাঁচার জন্য অনেক কারণ রয়েছে।হাসবার অনেক কারণ রয়েছে।তাই দুঃখের স্মৃতি মনে করা থেকে বিরত থাকতে হবে।বারবার ভালো স্মৃতি মনে করে আরও ভালো মুহূর্ত তৈরীর চেষ্টা করতে হবে।আর সেই ভালো মুহূর্ত তৈরীর জন্য আমাদের বাঁচতে হবে।সুন্দরভাবে বাঁচতে হবে।
©দীপা সিকদার জ্যোতি