দেশে প্রথমবারের মতো নির্বাচন কমিশন আইনের আওতায় সার্চ কমিটি গঠনের পরদিনই সংশ্লিষ্টদের নিয়ে প্রথম বৈঠকে বসলেন আপিল বিভাগের বিচারক বিচারপতি ওবায়দুল হাসান।
রবিবার বিকাল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে নতুন প্রধান নির্বাচন কমিশনার এবং চারজন নির্বাচন কমিশনার খুঁজতে রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটির সদস্যরা প্রথম সভায় বসেন।
আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে সভায় কমিটির বাকি পাঁচ সদস্যও উপস্থিত রয়েছেন।
কমিটির সদস্য মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক বিকাল পৌনে ৪টা থেকে সোয়া ৪টার মধ্যে জাজেজ লাউঞ্জে পৌঁছান।
হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান আগে থেকেই সেখানে ছিলেন। কমিটিকে সাচিবিক সহায়তা দিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামও বৈঠকে রয়েছেন।
সার্চ কমিটির সদস্যরা বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। তবে বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিবের ব্রিফ করার কথা রয়েছে।