ফিলিস্তিনে ইসরাইলি সেনাদের গুলিবর্ষণে দু’ফিলিস্তিনি নিহত ও অসংখ্য ব্যক্তি আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে ইসরাইলি সেনারা গুলিবর্ষণ করলে সনদ আবু আতিয়েহ (১৭) ও ইয়াজিদ সাদি (২৩) নামের দু’’ফিলিস্তিনি ব্যক্তি নিহত হন। এ সময় ইসরাইলি সেনাদের গুলিতে আরো ১৫ ফিলিস্তিনি ব্যক্তি আহত হন। এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। ফিলিস্তিন কর্তৃপক্ষের স্থানীয় কর্মকর্তারা এসব তথ্য দিয়েছেন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জেনিন সরকারি হাসপাতালের কাছে ইসরাইলি সেনারা টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। এ কারণে হাসপাতালের জরুরি বিভাগে উদ্বেগ ও শঙ্কার সৃষ্টি হয়।
ফিলিস্তিনের জেনিন শহরের ইয়াবাদ এলাকায়ও অভিযান চালিয়েছে ইসরাইলি সেনারা। ওই অঞ্চলে এক ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধার বাড়ি ধ্বংস করা হয় এবং তার পরিবার ও প্রতিবেশীদের ওপরও আক্রমণ চালানো হয়।