এই পরিস্থিতির জন্য বিদেশি ষড়যন্ত্রের কথা উল্লেখ করে ইমরান খান বলছেন, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেনে হামলা শুরুর দিনে তিনি কেন মস্কো সফরে গিয়েছিলেন, সে প্রশ্ন তুলে তাঁকে সরানোর ষড়যন্ত্র করছে প্রভাবশালী একটি দেশ। পাকিস্তানের স্বাধীন পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করতে গিয়েই তিনি এই বিপদে পড়েছেন।
এই অবস্থায় ইমরান খানের ওপর আনা অনাস্থা প্রস্তাবের বিরোধিতা করে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন পাকিস্তানি মডেল ও অভিনেত্রী সায়রা ইউসুফ। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘পাকিস্তানের জনগণই আপনাকে নির্বাচিত করেছিলেন এবং আমি সব সময় আপনাকেই বেছে নেব।’