ওয়েবসাইটসহ বেশ কয়েকটি প্রভাবশালী সংবাদপত্রের ওয়েবসাইট মঙ্গলবার (০৮ জুন) বিকল হয়ে পড়ার ঘটনা ঘটেছে। সংবাদমাধ্যমগুলোর মধ্যে রয়েছে ব্রিটেনের দ্য গার্ডিয়ান, ফিনানশিয়াল টাইমস, ইনডিপেন্ডেন্ট এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস।
এছাড়া, কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার ওয়েবসাইটও রয়েছে এ তালিকায়। ওয়েবসাইটের পাশাপাশি টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমও বিকল হয়ে পড়ে।
এছাড়া, ব্রিটিশ সরকারি সাইট এবং বিবিসির কিছু অংশও বন্ধ হয়ে যায়। এই তালিকায় রয়েছে বিশ্বের সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস অ্যামাজন ডটকমও।
এই সাইটগুলোতে ঢুকলেই ইরোর দেখায় বলে জানিয়েছে বিবিসি।
আল-জাজিরার খবরে বলা হয়েছে, বিকাল ৪টার পর এসব ওয়েবসাইট বিকল হয়ে যায়। তবে ঘণ্টাখানেক পরে ধীরে ধীরে এসব ওয়েবসাইট সচল হতে থাকে।
প্রাথমিকভাবে জানা যায়, ফ্যাস্টলি ক্লাউড কম্পিউটিং কোম্পানি নামের ওয়েবসাইট সেবাদাতা প্রতিষ্ঠানের যান্ত্রিক ত্রুটির কারণেই ওয়েবসাইটগুলোর সার্ভার ডাউন হয়ে যায়।