শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে বলেছেন, তাদের হাতে আর মাত্র এক দিনের পেট্রল মজুদ আছে। সোমবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই তথ্য জানিয়েছেন তিনি।
তীব্র অর্থনৈতিক সংকটে মুখে থাকা শ্রীলঙ্কায় সরকারবিরোধী বিক্ষোভ–সহিংসতার মধ্যে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন রনিল বিক্রমাসিংহে। দেশকে এই সংকট থেকে বের করে আনতে এরইমধ্যে কাজ শুরু করেছেন তিনি।
জাতির উদ্দেশে ভাষণে বিক্রমাসিংহে বলেছেন, অতি প্রয়োজনীয় পণ্য আমদানির জন্য শ্রীলঙ্কার এই এখন জরুরিভাবে সাড়ে সাত কোটি ডলার প্রয়োজন। তিনি বলেন, ‘এই মুহূর্তে আমাদের হাতে মাত্র এক দিনের পেট্রল আছে। আগামী কয়েক মাস আমাদের জীবনের জন্য সবচেয়ে কঠিন সময় হবে।’