আমাদের শরীরের কার্বন ডাই অক্সাইডের চাপের একটা নির্দিষ্ট সাধারণ মান আছে।এই চাপের মান সাধারণ মান থেকে বেড়ে বা কমে গেলে তা আমাদের জন্য ক্ষতিকর হয়।
প্রাথমিক হাইপোভেন্টিলেটরি ডিসঅর্ডার এর কারণে আমাদের শরীরে কার্বন ডাই-অক্সাইড এর চাপ সাধারণ থেকে বেড়ে গেলে যে এসিডোসিস হয় তাকে বলে রেসপিরেটরি এসিডোসিস।
এর কারণগুলো হলো-
*বিভিন্ন পালমোনারি রোগ।যেমন- এজমা, তীব্র নিউমোনিয়া, পালমোনারি ইডিমা, পালমোনারি এমবলিজম, পালমোনারি ফাইব্রোসিস ইত্যাদি।
*স্ট্রোক, ব্রেইন টিউমার ইত্যাদির কারণে রেসপিরেটরি সেন্টার ডিপ্রেশন।
*মেকানিকাল হাইপোভেন্টিলেশন।
*নিউরোমাসকুলার ডিফেক্ট।যেমন- মাল্টিপল স্ক্লেরোসিস, স্পাইনাল কর্ড ইনজুরি, পোলিওমাইলাইটিস ইত্যাদি।
প্রাইমারি জাইপারভেন্টিলেটরি ডিসঅর্ডার এর কারণে আমাদের শরীরে কার্বন ডাই-অক্সাইডের চাপ সাধারণ মান থেকে কমে গিয়ে যে এলকালোসিস হয় তাকে বলে রেসপিরেটরি এলকালোসিস।
এর কারণগুলো হলো-
*মেনিনজাইটিস
*বিভিন্ন ফুসফুসের রোগ
*মেকানিকাল ওভারভেন্টিলেশন
*গ্রাম নেগেটিভ সেপটিসেমিয়া ইত্যাদি।
অর্থাৎ বোঝা যাচ্ছে যে, আমাদের শরীরে কার্বন ডাই-অক্সাইড এর চাপ সাধারণ মান থেকে কমে যাওয়াও আমাদের জন্য ক্ষতিকর এবং বৃদ্ধি পাওয়াও আমাদের জন্য ক্ষতিকর।এর ফলে আমাদের মস্তিষ্ক ও ফুসফুস বিভিন্ন রোগে আক্রান্ত হয়।
©দীপা সিকদার জ্যোতি