সেন্স বা অনুভূতি আমাদের এমন একটি মেকানিকাল ক্যাপাসিটি যার সাহায্যে পুরো শরীরের বিভিন্ন অংশের সংবেদন গ্রহণ করা হয়।এটি দুই ধরনের।
১.সাধারণ অনুভূতি
২.বিশেষ অনুভূতি
সাধারণ অনুভূতির মধ্যে আছে-
-স্পর্শ
-তাপ
-চাপ
-ব্যথা
এই অনুভূতি গুলো।
আর বিশেষ অনুভূতির মধ্যে আছে-
-দর্শন
-গন্ধ
-স্বাদ
-শ্রবণ
*দর্শনের রিসেপ্টর হলো রড ও কোন রিসেপ্টর।
*স্বাদের রিসেপ্টর হলো স্বাদ কুড়ি।
*গন্ধের রিসেপ্টর অলফ্যাক্টরি নিউরন।
*শ্রবণের রিসেপ্টর হেয়ার সেল।
এই রিসেপ্টর গুলোর কাজের ফলে নির্দিষ্ট অনুভূতি আমাদের নির্দিষ্ট অঙ্গে বাহিত হয়।ফলে আমরা অবস্থা অনুযায়ী ব্যবস্থা নিতে পারি।
©দীপা সিকদার জ্যোতি