হাসি! বাহ! আপনার হাসিটা তো অনেক সুন্দর।
প্রশংসায় সিক্ত তো হওয়াই যায়। কিন্তু এই হাসি বা প্রাণোচ্ছল মন যেমন অনেক মানুষকে ভালো রাখে,অনেক মানুষের আশা ভরসার স্থান পায় তেমনি এই মানুষ গুলোরও কিন্তু জীবন আছে।
মনের ভেতর মন। বাইরের হাসিটা দেখে হয়তো আমরা ভাবি মানুষটা বেশ হাসিখুশি ভালোই লাগে। কিন্তু কয়জন পৌঁছাতে পারি তার ভেতরের মনের জগতটায়।
যারা অন্যের জীবনে রং ছিটিয়ে বেড়ায় তাদের নিজেদের জীবনে রং এর অভাব বলেই তারা প্রাণ ঢেলে রাঙিয়ে দেয় অন্যদের। নিজেদের কষ্টগুলো চেপে রেখে হাসি টুকু দিয়ে অন্যকে হাসাতে একটুও কার্পণ্য করেনা।
তারা বিশ্বাস করে নিজের না পাওয়া টুকু নিয়ে থাকলে ওখানেই থেকে যাবে সব। বরং নিজের না পাওয়াটা যেন অন্যেরও না পাওয়া না হয়ে ওঠে এটাই তারা চায়। অন্যকে পাইয়ে দিয়ে,অন্যকে একটু ভালো রেখেই তারা ভালো থাকতে চায়।
কি লাভ? কি পেলাম আর কি পেলাম না এসবের হিসেব করে। জীবন কখন থেমে যাবে কে জানে।
যতটুকু আয়োজন জীবন করে দিচ্ছে নিজের না হোক অন্যের ওছিলায়।সেটুকু ভাগাভাগি করে নিয়ে ভালো থাকাই শ্রেয়।
যেখানে একটু হাসিখুশি থাকলেই অনেকটা ভালো থাকা যায়। সেখানে হাসতে কার্পণ্য কোথায়!
সময় যেমনই যাক।প্রতিদিনের শুরুটা হোক না একটু হাসিমুখে। কিংবা অপরকে হাসিয়ে।কে জানে আপনার হাসি দেখে অপর কেউও হাসতে পারে।
আপনার হাসি হয়ে উঠুক অন্যের অনুপ্রেরণা। বেচে থাকার সঙ্গী।
reporter: নওমিন