সম্পর্ক
প্রতিদিন কত সম্পর্ক গড়ছে। দুটো দুটো করে কত হাত যে এক হচ্ছে। কেউ হিসেব রাখেনা এর।
নতুন একটা সম্পর্কের শুরু মানে এখন আর শুধুই শুরু না বেশিরভাগ ক্ষেত্রেই নতুন সম্পর্ক গড়া মানেই আরেকটা সম্পর্কের ভাঙা।
নতুন এই সম্পর্কের মাঝে হাজারটা না পাওয়া, হাজারটা ক্ষোভ, হাজারটা দ্বিধা জড়িয়ে থাকে।
কেউ ই কিন্তু চায় না সম্পর্ক ভাংতে। কখনও কষ্ট পেয়ে ভাঙে,কখনও চাপে পড়ে ভাঙে আবার কখনও উপায় না পেয়ে ছেড়ে চলে যায়।
আমরা ডিভোর্স ব্রেকাপ এগুলোকে এই যুগে এসেও খারাপ চোখে দেখি কিন্তু বোঝার চেষ্টা করিনা একবারও যে ভাঙন আসলে কেউ চায়না। বাধ্য হয়েই করে।
না হলে মন প্রান ভরে ভালোবাসার পর পাঁচ,দশ কিংবা পনের বিশ বছর পরও কেউ আলাদা হয়ে যেতে পারতো।প্রচন্ড ভালোবাসার মানুষটি অজানা হয়ে এত দূরে চলে যেত!
নিয়তির খেলা সবই।
প্রত্যেকের জীবন আলাদা, ঘটনা আলাদা,কারণ আলাদা শুধু ভাঙন টাই অনেকের জীবনে এক।
অনেকে আবার না ভেঙেও তলানিতে ঠেকে আছে।
কারণ যাই হোক এরপরও বলবো সমাজের ভয়ে লোকে কি বলবে এসব ভেবে কোথাও আটকে থাকবেন না। আবার তাই বলে হুট করেও জামা কাপড় পাল্টানোর মত সঙ্গী পাল্টানোর কথাও বলছিনা। শুধু বলছি একটু ভেবে একটু সময় নিয়ে জেনে বুঝে করেন। নয়তোবা আপনার এতটুকু আবেগ অনেকের অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়,অনেকের অনেক সংগ্রামের কারণ হয়ে দাঁড়ায়।
জীবনটা আপনার এটাও যেমন ঠিক তেমনি কাউকে আপনার জীবনে জড়ানোর আগেও হাজারবার ভেবে দেখবেন যেন আপনার আবেগের দাম অন্য কাউকে গুনতে না হয়।
reporter: নওমিন