যুক্তরাষ্ট্রে মোট জনসংখ্যার ৭০ শতাংশ মানুষ কে করোনা ভ্যাকসিন প্রদানের পর অবশিষ্ট আড়াই কোটি ভ্যাকসিন সারা বিশ্বে প্রদানের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।এবং আগামী এক মাসের মধ্যে এই টিকা প্রদান করা হবে বলে জানান তিনি। কারা পাবে এই টিকাগুলো এমন প্রসঙ্গে তিনি বলেন,’করোনা মহামারীতে একেবারেই বিপর্যস্ত এবং করোনা সংক্রমণ বেশি এমন দেশগুলো সবার আগে প্রাধান্য পাবে। এ আড়াই কোটি টিকার মধ্যে ৭৫ শতাংশ টিকা জাতিসংঘের বৈশ্বিক টিকা সহায়তা কর্মসূচি কোভাক্সে এবং বাকি টিকা পাবে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো’,৩ জুন বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।তিনি বলেন,যতদিন মহামারী থাকবে ততদিন আমরা বিশ্ববাসীর পাশে থাকবো।এর আগে এক বিবৃতিতে বাইডেন সারা বিশ্বে আট কোটি টিকা সরবরাহের কথা জানিয়েছিলেন। তারই অংশ হিসেবে এই আড়াই কোটি টিকা প্রদান করলেন জো বাইডেন।
আড়াই কোটি টিকা সরবরাহের ঘোষণা হোয়াইট হাউস এর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে সরাসরি তথ্য সংগ্রহ করে পাঠকের কাছে সঠিক ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেয়। তারা ঘটনার প্রকৃত তথ্য ও বিশ্লেষণ তুলে ধরে যাতে পাঠক বিস্তৃত ও স্বচ্ছ ধারণা পেতে পারেন। নিজস্ব প্রতিবেদকদের লক্ষ্য হলো দ্রুত এবং নিখুঁত প্রতিবেদনের মাধ্যমে সমাজে তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা।