রাতের কোলে যখন
নির্জনতা ভর করে,
তোর চোখে কি ঘুম আসে
নরম বিছানায় শুয়ে?
স্মৃতিরা ভর করেনা?
অপরাধবোধ জাগ্রত হয় না?
মনুষ্যত্ব আর বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে,
অনুশোচনা হয় না চাপা আর্তনাদে?
আচ্ছা,তোর কি মনে পড়ে?
সেই চাবিটার কথা?
কোন চাবিটা?
মনে করতে পারছিস না?
থাক!আর কষ্ট করে মনে করতে হবে না।
সমুদ্রের অথৈ জলে নিঃস্ব হয়ে পড়ে থাকা
ঐ চাবিটাও না আজকাল ঘুমায় না।
অভিশাপ জপে তোর নামে,
বিশ্বাস ভাঙ্গার অভিশাপ।
ভুলে যাস না,তুই শুধু একটা মন ভাঙ্গিস নি!
মনকে আকড়ে ধরে বেঁচে থাকা সমস্ত ভাললাগার অনুভূতি গুলোকে
তুই জীবন্ত কবর দিয়েছিস আর
হতাশা-বিষণ্নতা-উদাসীনতার শিকলে বেঁধে মানুষটাকে করে রেখেছিস জীবন্ত লাশ!
তোকে ঠিক কি বলা উচিত?
এটা তুই ই বলে দে।
পাপী? খুনি? নাকি তার থেকেও
বিশাল রকমের অপরাধী?
আমি বিলীন হয়ে যাব,
আমার অস্তিত্ব মিশে যাবে মাটিতে।
বেঁচে থাক তুই,আরো অনেক পাপ কুড়াতে।
কলমে – মেহেজাবীন শারমিন প্রিয়া