কেনো মিছে মায়ার হাতছানিতে
পিছু ফিরে চাই,
কেন অসময়ের আয়োজনে
কথার সংজ্ঞা হারাই?
কেন মিথ্যের সাতকাহনে
অযাচিত শব্দের ভীড়ে
তোমার লেখা শব্দরা
গুমরে কেঁদে ওঠে?
কেন সাদা ক্যানভাসে রঙ্গিন তুলি
শুধু তোমারই স্বপ্ন আঁকে?
কেন হাওয়ারা তোমায় ছুঁয়ে এসে
আমার দুয়ারে কড়া নাড়ে?
কেন পথের ধারের বটগাছটা
আমার পথ রোধ করে,
তোমার কথা জিজ্ঞেস করে?
কেন তোমার দেয়া বকুলমালা
আর ছড়ায় না সুগন্ধ?
কেন তোমার ওপারে যাবার পথে
এত বাধা, আর এত কিসের দ্বন্দ্ব?
কলমে-মেহেজাবীন শারমিন প্রিয়া