কালকের সকালটা দেখতে পারবো তো আদৌ?
চাকরিটা কি এবারও পাবোনা?
পাশ করে যাবো তো লাস্ট সেমিস্টার টায়?
আজকের ম্যাচটা উতরাতে পারবো তো?
অনিশ্চিত!
প্রত্যেকটা ধাপেই থাকে একটা বড়সড় প্রশ্নবোধক চিহ্ন।
জন্ম আর মৃত্যুর মাঝখানে আমরা কেউ পাই অনেকটা সময় আবার কেউ সবকিছু দেখার আগেই ইতির খাতায় নাম লিখাই।
প্রত্যেকটা দিন আমাদের জন্য অনেক বড় অনিশ্চয়তার সাথে অনেক বড় একটা সম্ভাবনাময়ও বটে। আপনি কিভাবে দেখবেন এটা আপনার উপর নির্ভর করে।
জীবনে কতটুকু সময় পেলেন এটা বড় কথা না। যতটুকু সময় পেয়েছেন অথবা পাবেন কাজে লাগাতে পারলেন কিনা এটাই বড় কথা। উপভোগ করতে পারলেন কিনা এটাই আসল।
অনিশ্চয়তার দিকে তাকালে কিছুই করতে পারবেন না।যদি ভাবেন কি হবে কে জানে থাক করবোনা আগাবোনা। আপনার এ ক্ষতি। প্রতিটা দিন নতুন নতুন সুযোগ।
আপনার চেষ্টা থাকলে অনেক অনিশ্চয়তাকে আপনি জয় করতে পারবেন।সৃষ্টিকর্তা আপনার ইচ্ছা আর চেষ্টাকেই দেখেন। আপনি৷ নিজে নিজেকে সাহায্যে করলে তিনিও আপনাকে সাহায্য করবেন।
বার বার হেরে গিয়েও পাওয়ার আকাঙ্ক্ষাই মানুষকে জিতিয়ে যায় অনিশ্চয়তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে। জীবনের হেরে যাওয়াগুলোও আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। অনেকটা শক্ত করে আমাদের। হেরে যাওয়াকে মেনে নিতে শিখায় আর নতুন করে জয়ের স্বপ্ন দেখায়।
অনিশ্চয়তাকে অজুহাত বলে সুযোগগুলোকে হাতছাড়া করবেন না। অনিশ্চয়তা আছে বলেই আমরা পেতে চাই।যদি আগে থেকেই জেনে যেতাম সব তাহলে আর জীবনের স্বার্থকতা থাকতো কোথায়!
Reporter: নওমিন