শিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলবে জানালেন মন্ত্রী

By Anowarul Hossain Aug 11, 2021
ঈদের আগে খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান

শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্কুল-কলেজ খুলবে না। কিন্তু সেপ্টেম্বরেই স্কুল-কলেজ খুলে দেওয়ার চিন্তাভাবনা রয়েছে।


আজ বুধবার (১১ আগস্ট) মন্ত্রীর মিন্টো রোডের বাসভবনে একটি গণমাধ্যমে দীপু মনি এসব কথা বলেন।

এর আগে গেল শুক্রবার (৬ আগস্ট) শিক্ষা বিষয়ক সাংবাদিকদের একটি সংগঠন আয়োজিত ভার্চুয়াল আলোচনায় শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, সরকারি পর্যায়ের শিক্ষকদের প্রায় সবাই করোনা ভ্যাকসিন নিয়েছেন। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩,৬৩২২২ শিক্ষক ও কর্মচারীর মধ্যে ২,৭৮৪২৬ জনই ইতোমধ্যে টিকার আওতায় এসেছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩৪,০০০ শিক্ষকের মধ্যে ভ্যাকসিন নিয়েছেন প্রায় ৩০,০০০ শিক্ষক। করোনা সংক্রমণে টানা সতেরো মাস বন্ধ থাকার পর সরকার সেপ্টেম্বরেই দেশের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রস্তুতি নিয়ে কাজ করছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আসন্ন এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের বিষয় সামনে রেখেই শিগগিরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার তাগিদ রয়েছে। সরকারের ঘোষণা অনুসারে, আগামী নভেম্বর ও ডিসেম্বরে এই ২ টি পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *