ঢাকার মগবাজার ওয়ারলেস গেটে ভয়াবহ এক বিস্ফোরণ ঘটেছে। এতে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার সন্ধ্যার পর বিকট শব্দে ওই এলাকা কেঁপে ওঠে বলে স্থানীয়রা জানান।
তারা বলেন, কয়েকটি ভবনের পিলার ধসে পড়েছে, কাচ ভেঙে পড়েছে সড়কে।
পুলিশের রমনা থানার ডিসি সাজ্জাদুর রহমান বলেন, বড় বিস্ফোরণ হয়েছে। বোম ডিজপোজাল ইউনিট কাজ করছে।তারা বিস্ফোরণের সূত্রপাত জানাবেন। বিস্ফোরণের শব্দ শুনে আমরা এসেছি। একটি ভবনের ফ্লোর এবং একতলার ছাদ ধসে পড়েছে বলে জেনেছি। বিস্ফোরণে আশপাশের ভবনের গ্লাস-দরজা ভেঙে পড়ে। রাস্তা দিয়ে যাওয়া দুটি বাসের গ্লাসও ভেঙে পড়ে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক দেবাশীষ বর্ধন বলেন, একটি ভবন ধসে পড়েছে- এমন খবর পাওয়ার পর আমাদের সদস্যরা সেখানে গেছে, কেউ যাচ্ছে। সেখানে কয়েকজন আটকাও পড়েছে এমন খবর আমরা পেয়েছি।
ঘটনাস্থল থেকে আহত অবস্থায় বেশ কয়েকজনকে প্রাথমিকভাবে কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, ১১ জনকে আহত অবস্থায় শেখ হাসিনা বার্ন ইউনিটে নিয়ে আসা হয়। এর মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আরেজনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়।
উদ্ধার তৎপরতার জন্য মগবাজার-মৌচাক সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।