বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা যেভাবে ‘খর্ব হচ্ছে’ তা দেখে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। খবর এএফপির।

‘কিছু মানবাধিকার রক্ষার ক্ষেত্রে বাংলাদেশ গত কয়েক বছরে উন্নতি দেখিয়েছে,’ মন্তব্য করে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস মঙ্গলবার বলেন, ‘কিন্তু আমরা মিডিয়া এবং প্রেসের স্বাধীনতা লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করছি।’

‘বাংলাদেশ সরকার আক্রমণাত্মকভাবে ডিজিটাল সুরক্ষা আইন ব্যবহার করছে। মহামারী প্রতিরোধে সরকারের সমালোচনার জন্য অনেককে গ্রেপ্তার করা হচ্ছে। বিশেষজ্ঞদের বিরুদ্ধে এই আইন ব্যবহার করা হচ্ছে।’

এই আইনের আওতায় যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের ন্যায় বিচার নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে প্রাইস বলেন, ‘মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করতে আমরা বাংলাদেশ সরকারকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানাই।’

Leave a Comment

betvisa