আগামী ৩১ আগস্টের মধ্যেই আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্র।
তবে এ সময়সীমায় কোনো পরিবর্তন আসছে কিনা তা ২৪ ঘণ্টার মধ্যে ঘোষণা করতে পারেন বাইডেন।
সিএনএন জানায়, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সময়সীমা বাড়বে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত জানাতে প্রেসিডেন্ট বাইডেনকে পরামর্শ দিয়েছে পেন্টাগন।
বাইডেন সম্প্রতি জানিয়েছিলেন, নিজ নাগরিকদের ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আফগানিস্তানের মাটি ছাড়বে না যুক্তরাষ্ট্রের সেনারা।
এরপরই আফগানিস্তান থেকে সেনা সরানোর সময়সীমা নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে তালেবান।
এক বিবৃতিতে তালেবান বলেছে, ‘চুক্তি অনুযায়ী ৩১ আগস্টের মধ্যে সেনা প্রত্যাহার সম্পন্ন না হলে তার পরিণতির জন্য যুক্তরাষ্ট্রকে প্রস্তুত থাকবে হবে।’
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাকে সুলিভান জানিয়েছেন, রাজনৈতিক এবং নিরাপত্তা সূত্রের মাধ্যমে তালেবানের সঙ্গে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সময়সীমা বৃদ্ধির বিষয় প্রতিদিনই পর্যালোচনা হচ্ছে।
এদিকে কাবুল থেকে লোকজন সরিয়ে নেওয়ার প্রক্রিয়া আরও জোরদার করা হয়েছে। ইতোমধ্যে ২৮ হাজারের বেশি লোকজন সরিয়ে নেওয়া হয়েছে বলে স্থানীয় সময় রোববার জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন।