বুকে যে শব্দ হয় সেটিকে বলা হয় হৃৎস্পন্দন।আমাদের হৃৎস্পন্দন হৃদপিন্ডের একটি নির্দিষ্ট স্থানে উৎপন্ন হয়।তারপর তা পুরো হৃদপিণ্ডে ছড়িয়ে যায়।এই ছড়িয়ে যাওয়ার পথটি সম্পর্কে আজ আমরা জানব।

হৃদপিন্ডের SA Node নামক স্থানে হৃৎস্পন্দন বা কার্ডিয়াক ইমপালস তৈরী হয়।তৈরী হয়ে তা অলিন্দের সব মাসলে ছড়িয়ে পড়ে।তারপর ইন্টারনোডাল পাথওয়ের মাধ্যমে এই স্পন্দন AV node এ যায়।AV node থেকে AV bundle আর সেখান থেকে AV bundle এর শাখাগুলোয় যায়।তারপর সেখান থেকে যায় পার্কিঞ্জি তন্তুতে।এভাবে পরিশেষে নিলয়ের সব মাসলে হৃৎস্পন্দন ছড়িয়ে পড়ে।বাম নিলয়ের মাসলে ডিপোলারাইজেশন শুরু হয় যেটি শুরু হওয়ার পর ডানদিকে স্থানান্তরিত হয়।সেপ্টামের মাঝ দিয়ে এটি গিয়ে থাকে।অর্থাৎ, সেপ্টামের সক্রিয়তা হয় বাম থেকে ডান দিকে।এরপর নিলয়ের মায়োকার্ডিয়ামের anteroseptal অংশ সক্রিয় হয়।অতঃপর বেশিরভাগ অংশই সক্রিয় হয়ে ওঠে।এর পরে বাম নিলয়ের posterobasal অংশ সক্রিয় হয়।

হৃৎস্পন্দন দ্বারা হৃদপিণ্ডের কার্যক্ষমতা বোঝা যায়।পুরো হৃদপিণ্ডে এটি ছড়ায় বলেই আমাদের রক্তচলাচল ঠিক থাকে।আমরা সুস্থ থাকি।

©দীপা সিকদার জ্যোতি

Share.

আমি দীপা সিকদার জ্যোতি।লেখাপড়ার পাশাপাশি রংপুর ডেইলীতে স্বাস্থ্য ও শিক্ষা বিভাগে কাজ করছি।সকলের আশীর্বাদ একান্ত কাম্য।

Leave A Reply

mostplay app

4rabet app

leonbet app

pin up casino

mostbet app

Exit mobile version