বাম গণতান্ত্রিক ঐক্যজোটের ডাকা সোমবারের (২৮ মার্চ) হরতালে গাড়ি চালানোর সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্টরা। আজ শনিবার বিকেলে ঢাকাস্থ পরিবহন মালিক শ্রমিক এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়। সোমবার ঢাকা, শহরতলী ও আন্তজেলা রুটে বাস-মিনিবাস চলাচল করবে বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক সামদানী খন্দকার স্বাক্ষরিত এক বিবৃতিতে আজ সন্ধ্যায় গণমাধ্যমকে এসব তথ্য জানানো হয়।খন্দকার এনায়েত উল্যাহ সভাপতিত্বে সায়েদাবাদ, মহাখালী, ফুলবাড়িয়া বাস টার্মিনালের মালিক-শ্রমিক নেতাসহ ঢাকার প্রায় সব পরিবহন কম্পানি, রুট মালিক সমিতির নেতা এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী উপস্থিত ছিলেন।

সভায় পরিবহন নেতারা বলেন, অযৌক্তিক অজুহাতে ডাকা এ হরতাল মালিক-শ্রমিকরা সমর্থন করে না। ২৮ মার্চ ঢাকা শহর, শহরতলী এবং আন্ত জেলার সব রুটে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে। এ দিন গাড়ি চলাচলে যাতে কোনো বাধার মুখে পড়তে না হয়, সে জন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়।

Share.

রংপুরের অল্প সময়ে গড়ে ওঠা পপুলার অনলাইন পর্টাল রংপুর ডেইলী যেখানে আমরা আমাদের জীবনের সাথে বাস্তবঘনিষ্ট আপডেট সংবাদ সর্বদা পাবলিশ করি। সর্বদা আপডেট পেতে আমাদের পর্টালটি নিয়মিত ভিজিট করুন।

Leave A Reply

mostplay app

4rabet app

leonbet app

pin up casino

mostbet app

Exit mobile version