কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসি ঝলকে আজ রবিবার খর্ব শক্তির ইকুয়েডরকে ৩-০ গোলে হারিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। একটি গোল করাসহ মেসি সতীর্থদের দিয়ে করিয়েছেনও দুটি গোল। ফলে সেমির টিকেট জুটে গেল আকাশী-নীল জার্সিধারীদের। শেষ চারের লড়াইয়ে তারা লড়বে কলম্বিয়ার বিপক্ষে। এ জয়ের ফলে টানা চার আসরে সেমিফাইনালে উঠল আর্জেন্টিনা। ২০১৫ ও ২০১৬ সালে টানা দুবার রানার্সআপ হওয়ার পর ২০১৯ সালে তৃতীয় স্থান অর্জন করে তারা।

ইকুয়েডর ও আর্জেন্টিনার মধ্য শক্তির বিবেচনায় আকাশ-পাতাল ব্যবধান। ফিফা রেংকিংয়ে লিওনেল মেসিরা অষ্টম স্থানে থাকলেও ইকুয়েডর রয়েছে ৫৩তম স্থানে। মাঠে খেলায়ও তার প্রমাণ মিলেছে। এস্তাদিও অলিম্পিকো পেদ্রো স্টেডিয়ামে আর্জেন্টিনা অবশ্য বল নিয়ন্ত্রণ রাখায় খানিকটা পিছিয়ে ছিল। তবে প্রতিপক্ষের জালে শট বেশিই নিয়েছে তারা। অন টার্গেটে ৮টি শটসহ গোলপোএস্টে মেসিদের শট ২১টি। বিপরীতে কলম্বিয়া যে একেবারে আক্রমণ করেনি তা না। তবে তাদের ১০টি শটের মধ্যে আর্জেন্টাইন গোলরক্ষক ফ্রাঙ্কো আরমামির পরীক্ষা নিতে পেরেছেন কেবল দুবার।

ম্যাচের ৪০তম মিনিটে প্রথম গোলটি পায় আর্জেন্টিনা। লিওনেল মেসির পাস থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন রদ্রিগো ডি পল। তাতেই সেমির টিকেট নিশ্চিত মেসিদের। এ নিয়ে টুর্নামেন্টে তিনটি অ্যাসিস্ট হলো বার্সা তারকার। আর্জেন্টিনার পরের গোলের কারিগরও মেসি। তবে এবার গোলদাতা লতারো মার্তিনেজ। আর্জেন্টিনার পরের গোলটি আসে লিওনেল মেসির পা থেকে। এ নিয়ে টুর্নামেন্টে চারটি গোল করলেন তিনি।

Share.

রংপুরের অল্প সময়ে গড়ে ওঠা পপুলার অনলাইন পর্টাল রংপুর ডেইলী যেখানে আমরা আমাদের জীবনের সাথে বাস্তবঘনিষ্ট আপডেট সংবাদ সর্বদা পাবলিশ করি। সর্বদা আপডেট পেতে আমাদের পর্টালটি নিয়মিত ভিজিট করুন।

Leave A Reply

mostplay app

4rabet app

leonbet app

pin up casino

mostbet app

Exit mobile version