এবার করোনার ভ্যাকসিন কিনতে বাংলাদেশকে ৭ হাজার ৮৪৫ কোটি টাকা ঋণ অনুমোদন করেছে  ম্যানিলাভিত্তিক ঋণদাতা সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক। মঙ্গলবার  সংবাদ বিজ্ঞপ্তিতে  এ তথ্য জানিয়েছে এই ঋণদাতা সংস্থা। 

উন্নয়নশীল দেশগুলোকে করোনাভাইরাসের টিকা কিনতে সহযোগিতা করার জন্য গত ডিসেম্বরে ৯০০ কোটি ডলারের যে ‘এশিয়া-প্যাসিফিক ভ্যাকসিন একসেস ফ্যাসিলিটি চালু করেছিল এডিবি  তারই আওতায় এই অর্থ পাবে বাংলাদেশ। ঋণের এই ৯৪ কোটি ডলারের অর্ধেক, অর্থাৎ ৪৭ কোটি ডলারের জন্য বাংলাদেশকে নিয়মিত হারে (২ শতাংশ) সুদ দিতে হবে। বাকি ৪৭ কোটি ডলারের জন্য সুদের হার ঠিক হয়েছে আলোচনার ভিত্তিতে। 

করোনার টিকা কিনতে এডিবির কাছে ৫০০ মিলিয়ন ডলার চেয়ে গত নভেম্বরে চিঠি দিয়েছিল বাংলাদেশ সরকার। তার অনুমোদন পেল এখন। তবে এই ঋণের  টাকায় বাংলাদেশ আনুমানিক ৪ কোটি ৪৭ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা কিনতে পারবে। যার ফলে ২০২৪ সালের মধ্যে দুই কোটিরও বেশি মানুষকে  টিকা দেওয়া যাবে।

Share.

রংপুরের অল্প সময়ে গড়ে ওঠা পপুলার অনলাইন পর্টাল রংপুর ডেইলী যেখানে আমরা আমাদের জীবনের সাথে বাস্তবঘনিষ্ট আপডেট সংবাদ সর্বদা পাবলিশ করি। সর্বদা আপডেট পেতে আমাদের পর্টালটি নিয়মিত ভিজিট করুন।

Leave A Reply

mostplay app

4rabet app

leonbet app

pin up casino

mostbet app

Exit mobile version