সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়ে রংপুরে পালিত হচ্ছে জাতীয় শোক দিবস।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ঘিরে আজ রবিবার (১৫ আগস্ট) সকাল ৮ টায় রংপুর নগরীর বিভিন্ন স্থান থেকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসার স্রোত যেতে দেখা যায় জিলা স্কুল মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালের দিকে।
‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু; ফাঁসি চাই-পলাতক খুনিদের ফাঁসি চাই’ স্লোগানে মুখরিত হয়ে উঠে বঙ্গবন্ধু চত্বর।
বঙ্গবন্ধু চত্বরে সকাল ১০ টায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ছাফিয়া খানম, রংপুর বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব ভূঞা ।
আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ, জেলা প্রশাসক আসিব আহসান, জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার ।
জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু,
মহানগর সভাপতি সাফিয়ার রহমান সফি, সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মণ্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দরা।
জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ম্যুরালের সামনে গার্ড অব অনার প্রদান ও দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালনসহ বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এই সময় রংপুর বিভাগীয়, সিটি করপোরেশন, মেট্রোপলিটন ও জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
এরপর একে একে সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধিরা ছাড়াও মহানগর ও জেলা যুবলীগ, ছাত্রলীগ,
স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, শ্রমিক লীগ, জয়বাংলা সাংস্কৃতিক জোট, সম্মিলিত সাংস্কৃতিক জোট-
রংপুর প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা ম্যুরালে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
বেলা যত বাড়তে থাকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসার ফুলে ভরে উঠে বঙ্গবন্ধুর ম্যুরাল।
অপরদিকে,জাতীয় শোক দিবস উপলক্ষে সকাল ৬টার দিকে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ করে উত্তোলন,
কালোব্যাজ ধারণ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে জেলা ও মহানগর আওয়ামীলীগসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা।
জেলা প্রশাসনের আয়োজনে ১১টা ৩০ এ ভার্চুয়াল আলোচনা সভা করা হয়।
সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করে বিশিষ্টজনরা।
এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগ কোরান খতম, আলোচনা সভা, হামদ-নাত ও বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রংপুর সহ জেলার বিভিন্ন স্থানে জাতির জনক শেখ মুজিবুর রহমান ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে –
জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালোব্যাজ ধারণ, আলোচনা সভা, শিশু-কিশোরদের প্রবন্ধ লেখা,
চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কাঙালি ভোজসহ মিলাদ মাহফিলের আয়োজন করেছে আওয়ামী লীগসহ বিভিন্ন সরকারি, বেসরকারি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো।
রংপুর জেলা মডেল মসজিদসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে সুবিধাজনক সময়ে রয়েছে বিশেষ প্রার্থনার আয়োজন।