তবে পিরিয়ডের সময় এলেই সবচেয়ে বেশি ভয় থাকে ব্যাথা নিয়ে । আর অনেকেই ভোগেন ডিসমেনোরিয়ায় । তদবে তলপেটে প্রচণ্ড ব্যথা ছড়িয়ে পড়ে কোমর, ঊরু ও পা পর্যন্ত । তবে এমনকি স্তনেও ব্যাথা হয় অনেকের । আর রক্তক্ষরণের চেয়ে এই ব্যাথা কাবু দেয় মহিলাদের । আর ১২-৭২ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হয় সেই ব্যথা । তবে ফিজিওথেরাপির মাধ্যমে প্রাইমারি ডিসমেনোরিয়ার কষ্টগুলো অনেকাংশে কমানো সম্ভব হয় ।

আর দৈনিক কমপক্ষে সাত-আট ঘণ্টা ঘুম চাই । পর্যাপ্ত জল খান । তবে বিভিন্ন ধরনের শরবত, ফলের রস, আদা-লেবু-পুদিনা পাতাযুক্ত চা পান করুন । আর মানসিক চাপ থেকে দূরে থাকুন । তবে পুষ্টিকর খাবার খান । তবে অতিরিক্ত চিনি-লবণযুক্ত খাবার, ক্যাফেইন, অ্যালকোহল, তামাক ইত্যাদি দূরে থাকুন । তবে প্রতিদিন সকালের রোদ লাগান শরীরে ।

তাছাড়া পিরিয়ডের ব্যথার সময় তলপেটে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার তেল মালিশ করুন। আর ১০- ১৫ মিনিটের মধ্যে এটি আপনার ব্যথা কমিয়ে দেবে অনেকখানি । পেটে ব্যথার সময় গরম জলের সেঁক দিতে পারেন । তবে হট ওয়াটার ব্যাগও ব্যবহার করতে পারেন । আর এটি আপনার ব্যথা অনেকটা কমিয়ে দেবে। গরম জলে স্নানও করতে পারেন।

Share.

রংপুরের অল্প সময়ে গড়ে ওঠা পপুলার অনলাইন পর্টাল রংপুর ডেইলী যেখানে আমরা আমাদের জীবনের সাথে বাস্তবঘনিষ্ট আপডেট সংবাদ সর্বদা পাবলিশ করি। সর্বদা আপডেট পেতে আমাদের পর্টালটি নিয়মিত ভিজিট করুন।

Leave A Reply

mostplay app

4rabet app

leonbet app

pin up casino

mostbet app

Exit mobile version