আমাদের শরীরে পানির ভারসাম্য থাকার প্রক্রিয়া খুব মজার একটি প্রক্রিয়া।সেই প্রক্রিয়া সম্পর্কে আজ আমরা জানব।

এক্ষেত্রে দুই ধরনের প্রক্রিয়া কাজ করে-
১.এন্টি ডাই ইউরেটিক হরমোন প্রক্রিয়া
২.তৃষ্ণা প্রক্রিয়া

শরীরে যখন পানি কমে যায় তখন হাইপোভলেমিয়া ও হাইপার অসমোলারিটি হয়।হাইপোভলেমিয়া সিমপ্যাথেটিক নার্ভাস সিস্টেমকে উদ্দীপ্ত করে।ফলে রেনিন ক্ষরণ হয় যার থেকে পর্যায়ক্রমে এনজিওটেনসিস ২ উৎপন্ন হয়।
আবার হাইপার অসমোলারিটির কারণে মস্তিষ্কের অসমোরিসেপ্টরগুলো উদ্দীপ্ত হয়।এই অসমোরিসেপ্টর ও এনজিওটেনসিন ২ একত্রে কাজ করে।
এনজিওটেনসিন ২ আমাদের তৃষ্ণার কেন্দ্রকে উদ্দীপ্ত করে।ফলে আমাদের তৃষ্ণা লাগে।আমরা জল পান করি।
আবার একইসাথে এন্টি ডাই ইউরেটিক হরমোন ক্ষরণ বাড়ে যা জলের রিটেনশন ঘটায়।ফলে সবমিলিয়ে জলের সাম্যতা বজায় থাকে।

©দীপা সিকদার জ্যোতি

Share.

আমি দীপা সিকদার জ্যোতি।লেখাপড়ার পাশাপাশি রংপুর ডেইলীতে স্বাস্থ্য ও শিক্ষা বিভাগে কাজ করছি।সকলের আশীর্বাদ একান্ত কাম্য।

Leave A Reply

mostplay app

4rabet app

leonbet app

pin up casino

mostbet app

Exit mobile version