Hair Care: গরমে সবার জীবনই প্রায় অতিষ্ঠ। ঘরে-বাইরে সবখানেই রোদের তাপ। সেই সঙ্গে রয়েছে ধুলো-বালি। আবহাওয়ার এই চরম অবস্থার প্রভাব পড়ছে আমাদের চুলেও। গরমে ঘামের সঙ্গে যোগ হয় স্ক্যাল্পের প্রাকৃতিক তেল। এই তেল-চিটচিটে ঘাম ও বাতাসে চুলে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের সংক্রমণ হয়ে দেখা দেয় খুশকি, র‍্যাশ বা ফুসকুড়ি। তাই এর হাত থেকে বাঁচার উপায় জেনে নিন।

Beauty Tips: সকালে অফিস যাওয়ার সময় চুলটা যদি ঝলমলে, রেশম কোমল দেখায়, মনটাও কেমন ফুরফুরে হয়ে যায় না? আপনি সুন্দর করে সাজুন বা না সাজুন, সুন্দর চুল কিন্তু একধাক্কায় অনেকটাই সৌন্দর্য বাড়িয়ে দেয়। তবে মাঝেমধ্যেই কিন্তু ব্যাড হেয়ার ডে ও চলে আসে রোজকার জীবনে। ঠিক কী কী করলে এই ব্যাড হেয়ার ডে-কে বুড়ো আঙুল দেখিয়ে আপনার মনের মতো একঢাল রেশম কোমল চুল পেতে হলে কী করতে হবে, তারই হদিশ রইল এই প্রতিবেদনে।

চুলেরও চাই এসপিএফ:

মুখে সানস্ক্রিন মাখলে কিন্তু চলবেনা, একই রকমভাবে আপনার চুলেরও যত্নের দরকার।
বাড়ির বাইরে পা দেওয়ার আগে চুলে আর স্ক্যাল্পে সানস্ক্রিন লাগিয়ে মাসাজ করে নিন।

​চুলের আর্দ্রতা রক্ষা জরুরি:

তীব্র গরমে চুলের যত্ন রইল টিপস সপ্তাহে তিনবারের বেশি কোনওমতেই শ্যাম্পু করবেন না।
আর শ্যাম্পু কন্ডিশনার অবশ্যই লাগান।
চুল ডিপ কন্ডিশনিং করতে কন্ডিশনারের বদলে হেয়ার মাস্ক লাগাতে পারেন।
আপনি চাইলে ঘরোয়া হেয়ার প্যাকও ব্যবহার করতে পারেন।
ডিম, দই আর মধু দিয়ে তৈরি এই হেয়ার প্যাক শুকনো বিবর্ণ চুলের জন্য খুব উপকারী।

নারিশিং শ্যাম্পু মাখুন:

চুলের সম্পূর্ণ দেখভাল করতে সাহায্য করে নারিশিং শ্যাম্পু।
এর জন্য আপনি নারকেল, শিয়া বাটার, আর্গান অয়েল-বেসড শ্যাম্পু ব্যবহার করতে পারেন।
গরমের সময় শ্যাম্পু ঠিকমতো ব্যবহার করাও জরুরি।
চুলে কিন্তু সরাসরি শ্যাম্পু লাগাবেন না।
স্ক্যাল্পে ঘষে ফেনা করুন, তারপর সেই ফেনা চুলে লাগিয়ে ধুয়ে নিন।

​চুল বেঁধে রাখুন :

গরমে খোলা চুল রাখলে অস্বস্তি শুরু হয়।
তাই এই সময় চুলটা বেঁধে রাখাই ভালো।
রোদে বেরনোর সময় বাহারি স্কার্ফ বা টুপিতে ঢেকে রাখতে পারেন।

আরও যে বিষয় মাথায় রাখবেন :

অয়েল মাসাজ :আর্দ্রতা চুলের গভীরে ধরে রাখতে কন্ডিশনিংয়ের পাশাপাশি থেরাপিউটিক হেয়ার অয়েল মাসাজ করতে পারেন। নারকেল, অলিভ আর আমন্ড অয়েল চুলের স্বাস্থ্য আর বাড়বৃদ্ধির পক্ষে খুব ভালো! সাত দিন বা চোদ্দ দিন অন্তর চুলে অয়েল মাসাজ নিন।

হাইড্রেটিং হেয়ার মিস্ট :এ ছাড়া হাতের কাছে রাখুন হাইড্রেটিং হেয়ার মিস্ট। রুক্ষতার হাত থেকে চুলকে রক্ষা করবে এই মিস্ট। অ্যালো ভেরা জেলে জল মিশিয়ে পাতলা করে নিলেও ঘরোয়া হেয়ার মিস্ট পেয়ে যাবেন।

Share.

রংপুরের অল্প সময়ে গড়ে ওঠা পপুলার অনলাইন পর্টাল রংপুর ডেইলী যেখানে আমরা আমাদের জীবনের সাথে বাস্তবঘনিষ্ট আপডেট সংবাদ সর্বদা পাবলিশ করি। সর্বদা আপডেট পেতে আমাদের পর্টালটি নিয়মিত ভিজিট করুন।

Leave A Reply

mostplay app

4rabet app

leonbet app

pin up casino

mostbet app

Exit mobile version