নেট ওয়ার্কিয়ের নামে মানুষের ভিজিটিং কার্ড জোগাড় করে, সেলফি তুলে সময় অপচয় করো না।

Networking is worth working when you have required Skills. Skills plus Network produces synergism. Else wastage of time.

অনুনয় করে সম্পর্ক হয় না।
দুনিয়া স্বার্থের রংগীন জরিন ফিতায় বাধা।

তুমি নিজের গায়ে গুড় মাখালে অনেক মাছি এসে পড়বে। মধু মাখালে ভ্রমরের অভাব হবে না।

শুকনা হাড্ডি কোন জন্তু জানোয়ারও পছন্দ করে না।
নিজের দিকে তাকায়ে দেখো নিজে কি শুকনা হাড্ডি কি না।
তোমার যোগ্যতা, দক্ষতা না থাকলে মানুষের সাথে ঘষলে স্পর্শচুম্বক হয়ে যাবে না! নিজেকেই চুম্বক হতে হবে, দক্ষতা অর্জন করতে হবে।

সম্পর্ক চাইলে গুড়, মধু, মাংস লাগাও তাহলে মাছি, ভ্রমর, জন্তু জানোয়ার সব এমনিতেই হাজির হবে। Value Add করে নিজেকে সন্মানিত করো।

কাউকে দুইবার ফোন করো না।
ঘন ঘন মেসেজও দিও না।
যদি কেউ উত্তর দিতে চায় বা সাড়া দিতে চায় তাহলে সময় ঠিকই বের করে নিতে পারবে।

কাউকে থাকার জন্য একবারের বেশী বলো না।
তাকে যাওয়ার জন্য দ্বিতীয় সুযোগ দিও না। প্রথমেই চলে যাক।
থাকতে চাইলে সে সুযোগ করে নেবে। নইলে অজুহাত অগণিত।

বিষয়টা কঠিন, তবে তোমার অন্তরাত্মাকে বাঁচাতে হলে এ ছাড়া তরিকা নাই।

 

লেখকঃ

Share.

রংপুরের অল্প সময়ে গড়ে ওঠা পপুলার অনলাইন পর্টাল রংপুর ডেইলী যেখানে আমরা আমাদের জীবনের সাথে বাস্তবঘনিষ্ট আপডেট সংবাদ সর্বদা পাবলিশ করি। সর্বদা আপডেট পেতে আমাদের পর্টালটি নিয়মিত ভিজিট করুন।

Leave A Reply

mostplay app

4rabet app

leonbet app

pin up casino

mostbet app

Exit mobile version