আফগানিস্তানের আরও দুটি প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান যোদ্ধারা। এ নিয়ে তারা দেশটির ৩৪টি প্রদেশের নয়টির দখলে নিয়েছে।
মঙ্গলবার রাতে তালেবান যোদ্ধারা আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাদাখশান প্রদেশের ফাইজাবাদ শহর দখলে নেয় বলে বুধবার একজন স্থানীয় এমপি জানান।
আইনপ্রণেতা জাবিউল্লাহ আতিক জানান, গত কয়েকদিন ধরে যুদ্ধ চালিয়ে যাওয়া আফগান নিরাপত্তা বাহিনী গতরাতে তালেবানের পক্ষ থেকে তীব্র চাপের মুখে পড়ে। একপর্যায়ে তালেবান শহরটির নিয়ন্ত্রণ নেয়। লড়াইয়ে উভয়পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এর আগে তালেবান যোদ্ধারা বাঘলান প্রদেশের রাজধানী পুল-ই-খুমরি নিয়ন্ত্রণে নেয়।
তালেবান যোদ্ধাদের নিয়ন্ত্রণে থাকা অন্য প্রাদেশিক রাজধানীগুলো হলো- ফারাহ, সার-ই-পুল, শেবেরঘান, আয়বাক, কুন্দুজ, তালুকান ও জারাঞ্জ।
প্রায় দুই দশকের সংঘাতের পর মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনী প্রত্যাহারের সময় তালেবান যোদ্ধারা ব্যাপক লড়াই শুরু করে। ইতোমধ্যে তারা দেশটির অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে।
তালেবান বর্তমানে গ্রামীণ জনপদের বিস্তৃত এলাকা নিয়ন্ত্রণ করছে। তারা হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহ’র অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। হেরাত ও কান্দাহারসহ বিভিন্ন নগরীতে সরকারি বাহিনীকে কোণঠাসা করে ফেলেছে।