যুক্তরাষ্ট্রে মোট জনসংখ্যার ৭০ শতাংশ মানুষ কে করোনা ভ্যাকসিন প্রদানের পর অবশিষ্ট আড়াই কোটি ভ্যাকসিন সারা বিশ্বে প্রদানের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।এবং আগামী এক মাসের মধ্যে এই টিকা প্রদান করা হবে বলে জানান তিনি। কারা পাবে এই টিকাগুলো এমন প্রসঙ্গে তিনি বলেন,’করোনা মহামারীতে একেবারেই বিপর্যস্ত এবং করোনা সংক্রমণ বেশি এমন দেশগুলো সবার আগে প্রাধান্য পাবে। এ আড়াই কোটি টিকার মধ্যে ৭৫ শতাংশ টিকা জাতিসংঘের বৈশ্বিক টিকা সহায়তা কর্মসূচি কোভাক্সে এবং বাকি টিকা পাবে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো’,৩ জুন বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।তিনি বলেন,যতদিন মহামারী থাকবে ততদিন আমরা বিশ্ববাসীর পাশে থাকবো।এর আগে এক বিবৃতিতে বাইডেন সারা বিশ্বে আট কোটি টিকা সরবরাহের কথা জানিয়েছিলেন। তারই অংশ হিসেবে এই আড়াই কোটি টিকা প্রদান করলেন জো বাইডেন।

Share.

রংপুরের অল্প সময়ে গড়ে ওঠা পপুলার অনলাইন পর্টাল রংপুর ডেইলী যেখানে আমরা আমাদের জীবনের সাথে বাস্তবঘনিষ্ট আপডেট সংবাদ সর্বদা পাবলিশ করি। সর্বদা আপডেট পেতে আমাদের পর্টালটি নিয়মিত ভিজিট করুন।

Leave A Reply

mostplay app

4rabet app

leonbet app

pin up casino

mostbet app

Exit mobile version