অস্ট্রেলিয়াতে করোনার ভাইরাসের ডেল্টা ধরণ  ছড়িয়ে পড়ার আশঙ্কায় সাতটি শহর লকডাউনের আওতায় আনা হয়েছে। এসব শহরে সাধারণ নাগরিকদের চলাফেরায়ও জারি করা হয়েছে বিধিনিষেধ। এতে দেশটির মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই লকডাউনের আওতায় পড়েছেন।

যেসব শহরে লকডাউন দেয়া হয়েছে সেগুলো হলো,  সিডনি, ব্রিসবেন, পার্থ, ডারউইন, টাউনসভিলা, গোল্ড কোস্ট ও এলাইস স্পিংস। বুধবার এলাইস স্প্রিংস শহরে লকডাউন ঘোষণা করা হয়। শহরটি অস্ট্রেলিয়ার ঠিক মাঝামাঝি, মরুভূমির মধ্যে। দক্ষিণ অস্ট্রেলিয়ায় করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ার পর এলাইস স্প্রিংসে লকডাউন ঘোষণা করা হয়।

অস্ট্রেলিয়াতে মোট জনসংখ্যারর মধ্যে পাঁচ শতাংশে টিকা নেয়া  হয়েছে। তাই দেশটির বড় বড় নেতারা স্বভাবতই ভীষণ  চাপে পড়েছেন। টিকা কার্যক্রম যাতে দ্রুত চলে সেদিকে বেশি  নজর দিয়েছেন দেশটির সরকার  প্রধানরা। 

Share.

রংপুরের অল্প সময়ে গড়ে ওঠা পপুলার অনলাইন পর্টাল রংপুর ডেইলী যেখানে আমরা আমাদের জীবনের সাথে বাস্তবঘনিষ্ট আপডেট সংবাদ সর্বদা পাবলিশ করি। সর্বদা আপডেট পেতে আমাদের পর্টালটি নিয়মিত ভিজিট করুন।

Leave A Reply

mostplay app

4rabet app

leonbet app

pin up casino

mostbet app

Exit mobile version