৯ হাজার ছাড়িয়েছে চলতি বছর ডেঙ্গু রোগীর সংখ্যা । হাসপাতালে ভর্তি হয়েছে গত ২৪ ঘণ্টায় ২৬৭ ডেঙ্গু রোগী । তবে এ নিয়ে চলতি বছর ৯ হাজার ১২০ ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ।

আজ বৃহস্পতিবার ১ হাজার ৯০ জন ভর্তি আছে রাজধানীর ৪১টি সরকারি–বেসরকারি হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী । ভর্তি ছিল অন্যান্য জেলায় আর বাকি ১২৫ রোগী । আজ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মারা গেছে ৪০ জন চলতি বছরের ১ জানুয়ারি থেকে ।

দৈনিক ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তির সংখ্যা বাড়তে শুরু করেছে গত জুন মাসের শেষ সপ্তাহ থেকে । তবে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত ছিল ১০০ জন । আর জুনে আক্রান্ত হয় ২৭২ জন । ২ হাজার ২৮৬ জুলাই মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল । তবে চলতি মাসের ২৬ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৪৬২ জন।

এ রোগ ছড়ায় দুই দশকের বেশি সময় ধরে ঢাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব চললেও ২০১৯ সালে ঢাকায় ব্যাপকভাবে । তবে সে সময় সরকারি হিসাবে দেশে লাখের বেশি মানুষ আক্রান্ত ও দেড় শতাধিক মানুষের মৃত্যু হয় । তবে এরপর সমালোচনার মুখে দুই বছর ঢাকায় মশকনিধনে ব্যাপক কার্যক্রম চালায় দুই সিটি করপোরেশন । তবে এবার করোনা মহামারির মধ্যে আবার সেই ডেঙ্গু নতুন দুশ্চিন্তা হয়ে দেখা দিয়েছে।

Share.

রংপুরের অল্প সময়ে গড়ে ওঠা পপুলার অনলাইন পর্টাল রংপুর ডেইলী যেখানে আমরা আমাদের জীবনের সাথে বাস্তবঘনিষ্ট আপডেট সংবাদ সর্বদা পাবলিশ করি। সর্বদা আপডেট পেতে আমাদের পর্টালটি নিয়মিত ভিজিট করুন।

Leave A Reply

mostplay app

4rabet app

leonbet app

pin up casino

mostbet app

Exit mobile version